Steve Smith: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজেই কি স্মিথকে নিয়ে বড় সিদ্ধান্ত? কী জানাচ্ছেন বেইলি?
AUS vs WI: সেই তালিকার আছেন বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক মাইকেল ক্লার্কও। এবার একই সুরে সুর মেলালেন প্রাক্তন অজি ক্রিকেটার জর্জ বেইলিও।
সিডনি: ডেভিড ওয়ার্নারের (David Warner) অবসরের পর টেস্ট ফর্ম্যাটে (Test Cricket) অজি ক্রিকেট দলের ওপেনারের পদে কাকে দেখা যাবে তা নিয়ে নানা মুনির নানা মত শোনা গিয়েছে। অনেকেই স্টিভ স্মিথের (Steve Smith) নাম উল্লেখ করেছেন। সেই তালিকার আছেন বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক মাইকেল ক্লার্কও। এবার একই সুরে সুর মেলালেন প্রাক্তন অজি ক্রিকেটার জর্জ বেইলিও।
এই মুহূর্তে ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকমণ্ডলীর প্রধান জর্জ বেইলি। সামনেই অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ। সেই সিরিজের আগে বেইলি বলছেন ওপেনার হিসেবে যদি স্মিথ খেলেন, তবে হয়ত তাঁর কেরিয়ারও বেশ দীর্ঘায়িত হবে। এক সাক্ষাৎকারে বেইলি বলছেন, "আমি মনে করি স্মিথ যদি টপ অর্ডারে খেলে তবে ওর ক্রিকেট কেরিয়ারও বেশ দীর্ঘায়িত হবে। ক্যামেরন গ্রিনকে আমরা চার নম্বরে খেলাতে চাইছি। সেই মত স্মিথ ওপরের দিকে উঠে আসবে।"
আগামী বুধবার অ্যাডিলেডে শুরু হবে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। এক সপ্তাহ আগেই সেই টেস্টের দল ঘোষণা করেছিল অজিরা। দলে আছেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। নির্বাচকেরা নিশ্চিত করেছেন, অ্যাডিলেডে চার নম্বরে ব্যাট করবেন গ্রিন আর স্মিথ উঠে যাবেন ওপেনিংয়ে।
এদিকে, বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক মনে করেন স্টিভ স্মিথ হতে পারেন ওয়ার্নারের বদলি অজি শিবিরে যোগ্য ওপেনার।
এক সাক্ষাৎকারে মাইকেল ক্লার্ক জানান, "আমি মনে করি স্টিভ স্মিথ যদি নিজে ওপেনিং করতে চায়, আর ওকে যদি সুযোগ দেওয়া হয় তবে বিশ্বের অন্যতম সেরা ওপেনার হয়ে উঠবে ও। টেস্টে তিন নম্বরে ব্যাটিং করেছে স্মিথ। যে তিন নম্বরে ব্যাটিং করতে পারে সে ব্যাটিং অর্ডারের যে কোন পজিশনেই ব্যাটিং করতে পারবে। ওর হাতে শট রয়েছে। ওর কাছে স্কিল রয়েছে।"
এখানেই না থেমে ক্লার্ক আরও জানান, "স্মিথকে সু্যোগ দেওয়া হলে আগামী ১২ মাসের মধ্যে ও সেরা ওপেনার হয়ে উঠবে। আমি অবাক হব না যদি দেখি যে ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ডও স্মিথ ভেঙে দেয়। কারণ ওর মধ্যে সেই দক্ষতা রয়েছে। তাছাড়া ওপেনিংয়ে নামলে দিনের পুরো সময় ধরে ক্রিজে থাকার সু্যোগ থাকছে ওর কাছে।"
উল্লেখ্য, আগামী ১৭ জানুয়ারি থেকে অ্যাডিলেড ওভালে প্রথম টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ দুই দল।