World Cup 2023: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন, ভারতের স্পিন আক্রমণ সামলাতে নেটে কড়া প্রস্তুতি স্মিথদের
IND vs AUS: এবারই শেষ বিশ্বকাপ খেলতে নামবেন ওয়ার্নার। বাঁহাতি অজি ওপেনার আগামী বছর জানুয়ারিতেই হয়ত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন।
চেন্নাই: আগামী রবিবার চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে নিজেদের বিশ্বকাপ (World Cup 2023) অভিযান শুরু করতে চলেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল (Australia Cricket Team)। তার আগে চূড়ান্ত প্রস্তুতি সারছে এই মুহূর্তে অজি শিবির। ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজে খেলতে নেমেছিল প্য়াট কামিন্সের দল। সেখানে ২-১ ব্যবধানে হারতে হয়েছে। তাই রবিবারের ম্যাচে নামার আগে প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাইছেন না স্মিথ, ওয়ার্নাররা। চেন্নাইয়ের পি চিদাম্বরম স্টেডিয়ামে নেটে দীর্ঘক্ষণ অনুশীলন সারলেন অজি ক্রিকেটাররা। বিশেষ করে ভারতের স্পিন আক্রমণকে সামলানোর জন্য আলাদা করে নেটে ব্যাটিং অনুশীলন করলেন অনেকক্ষণ ওয়ার্নাররা।
এবারই শেষ বিশ্বকাপ খেলতে নামবেন ওয়ার্নার। বাঁহাতি অজি ওপেনার আগামী বছর জানুয়ারিতেই হয়ত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। তাই শেষবার জয় ছিনিয়ে নিতে চাইবেন। অস্ট্রেলিয়ার ব্য়াটিং অর্ডারের বিশেষত্ত্ব দলে ৯ নম্বর পর্যন্ত ব্য়াটার। ট্রাভিস হেডের চোটের জন্য মিচেল মার্শের জন্য ওপেনিংয়ের দরজা খুলে যাচ্ছে। এছাড়াও মিডল অর্ডারে স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্য়াক্সওয়েল, মার্কাস স্টােইনিসের মত বিগ হিটার রয়েছেন।
বোলিং ডিপার্টমেন্সে কামিন্স, স্টার্ক, হ্যাজেলউডের অভিজ্ঞতা অস্ট্রেলিয়াকে আত্মবিশ্বাস জোগাবে। স্পিন ডিপার্টমেন্টে অ্যাডাম জাম্পা ছাড়া রয়েছেন ম্যাক্সওয়েল।
বিশ্বকাপ (ICC World Cup 2023) শুরুর আগেই বড় ধাক্কা টিম ইন্ডিয়ার (Team India ) । ভারতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার শুভমন গিল ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন (Dengue Positive Shubman Gill)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের বিশ্বকাপের অভিযান শুরুর ম্যাচে আদৌ তিনি খেলতে নামবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। শুক্রবার একাধিক পরীক্ষার পরই জানা যাবে তারকা ওপেনার খেলতে পারবেন কি না, এনিয়ে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি ডেঙ্গির ধকল কাটিয়ে সম্পূর্ণ ফিটনেস ফিরে পেয়ে কবে ফের মাঠে নামতে পারবেন শুভমান, তা নিয়েও বিশ্বকাপের প্রাক্কালে তৈরি হয়েছে আশঙ্কা।
রবিবার চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারতীয় দল। এহেন পরিস্থিতিতে এই ম্যাচের আগে তারকা ব্যাটার শুভমন গিল ছাড়াই মাঠে নামতে হতে পারে ভারতীয় দল। জানা গিয়েছে যে, টিম ইন্ডিয়ার এই তারকা ব্যাটার বৃহস্পতিবার এমএ চিদাম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium) ভারতের নেট সেশনেও অংশ নেননি। এরপর ডেঙ্গি সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা ও তাঁর চিকিৎসা চলছে। বিসিসিআই-র ঘনিষ্ঠ সূত্রে খবর, টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট শুভমন গিলের শারীরিক অবস্থার উপর টানা নজর রাখছে।