(Source: ECI/ABP News/ABP Majha)
Australian Open: অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে খেলার মাঝেই কোর্টে ঢুকে পড়লেন দর্শক
Australian Open: টেনিস বিশ্বের এত বড় টুর্নামেন্টের খেতাবি লড়াইয়ের মঞ্চে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। খেলার মাঝেই ফেন্সিং টপকে কোর্টে ঢুকে পড়লেন এক প্রতিবাদী। খেলা থামাতে বাধ্য হলেন আম্পায়ার।
মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন রাফায়েল নাদাল ও ড্যানিল মেদভেদেভ। কিন্তু টেনিস বিশ্বের এত বড় টুর্নামেন্টের খেতাবি লড়াইয়ের মঞ্চে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। খেলার মাঝেই ফেন্সিং টপকে কোর্টে ঢুকে পড়লেন এক প্রতিবাদী। খেলা থামাতে বাধ্য হলেন আম্পায়ার। এমনকী বেশ হতভম্ভ হয়ে গিয়েছিলেন ড্যানিল মেদভেদেভও।
ঠিক কী হয়েছিল? প্রথম সেটের পর দ্বিতীয় সেটেও পিছিয়ে গিয়েছিলেন রাফায়েল নাদাল। ৫-৩ ব্যবধানে তখন পিছিয়ে রাফা। সার্ভ ছিল তাঁর। কিন্তু হঠাৎই একজন ব্যক্তি কালো শর্টস ও কালো টি শার্ট পরে হাতে একটি ব্য়ানার নিয়ে কোর্ট ঢুকে পড়েন। মেদভেদেভ যেই প্রান্তে দাঁড়িয়ে ছিলেন। সেই প্রান্তেই দৌড় দেন সেই প্রতিবাদী ব্যক্তি। হাতের ব্যানারে লেখা ছিল শরণার্থী বন্দিত্ব বাতিল করা হোক। যদিও মুহূর্তের মধ্য়েই কোর্টের চারধারে থাকা নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে ফেলেন। আর টানতে টানতে তাঁকে টানেলের মধ্যে ঢুকিয়ে নেওয়া হয়।
Some bozo just jumped out of the stands onto the court (probably about three meters), got dragged out.#AusOpen pic.twitter.com/u4xzjTaIEf
— Ben Rothenberg (@BenRothenberg) January 30, 2022
কেরিয়ারের ২১ তম গ্র্যান্ডস্লাম জয়ের লক্ষ্যে নেমেছেন রাফায়েল নাদাল। অন্যদিকে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের লক্ষ্যে নেমেছেন ড্য়ানিল মেদভেদেভ। গতকাল অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে জয় পেয়েছেন অ্যাশলে বার্টি। ফাইনালে তিনি হারিয়ে দিলেন আমেরিকান ড্যানিয়েল কলিন্সকে। ৬-৩,৭-৬ সেটে প্রতিপক্ষকে হারিয়ে কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ডস্লামও জিতলেন তিনি। একইসঙ্গে ৪৪ বছর পর ঘরের কোর্টে কোনো অজি টেনিস তারকার হাতে উঠল অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব। ১৯৭৮ সালের পর ২০২২ এ। এর আগে গত বছর উইম্বলডন ও ২০১৯ সালে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন বার্টি। গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের মঞ্চে সেমিতে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। কিন্তু এদিন সেই স্বপ্ন সত্যি করলেন।