Australian Open 2022: এক নম্বর বাছাই হয়েই অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন জকোভিচ
Novak Djokovic: আইনি লড়াইয়ে জয় পেলেও, অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে নামার পথে নোভাক জকোভিচের বাধা এখনও পুরোপুরি কাটেনি। অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক ভিসা বাতিলের সম্ভাবনা খতিয়ে দেখছেন।
মেলবোর্ন: নতুন করে আর কোনও সমস্যা না তৈরি হলে এবারের অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে বাধা নেই বর্তমানে বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচের। তিনি এক নম্বর বাছাই হিসেবেই বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে খেলতে নামবেন। মহিলা সিঙ্গলসে এক নম্বর বাছাই হয়ে খেলতে নামবেন অস্ট্রেলিয়ার তারকা অ্যাশ বার্টি। ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই খেলতে নামবেন তিনি।
এবারের অস্ট্রেলিয়ান ওপেনের মূল রাউন্ডের খেলা শুরু হতে আরও কয়েকদিন বাকি। কিন্তু তার আগে থাকতেই জকোভিচকে লড়াই করতে হচ্ছে। তাঁর এই প্রতিযোগিতায় খেলার ছাড়পত্র পাওয়া নিয়ে কম নাটক হয়নি। করোনার টিকা না নেওয়ার জন্য ভিসা বাতিল থেকে শুরু করে হোটেলে বন্দি থাকা পর্যন্ত নানা ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হয়েছে এই তারকাকে। শেষপর্যন্ত আইনি লড়াইয়ে জয়ী হয়ে তিনি মেলবোর্ন পার্কে অনুশীলনের জন্য যাওয়ার অনুমতি পেয়েছেন। তবে অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হকের দফতর থেকে জানানো হয়েছে, জকোভিচের ভিসা এখনও বাতিল করা যায় কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে। ফলে পুরোপুরি স্বস্তিতে নেই জকোভিচ।
সব সমস্যা কাটিয়ে উঠে খেলতে নামলে অবশ্য জকোভিচকে খেতাব জয়ের লড়াইয়ে খুব একটা বাধার মুখে পড়তে হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এবারের অস্ট্রেলিয়ান ওপেনে নেই রজার ফেডেরার। ষষ্ঠ বাছাই হয়েছেন ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী রাফায়েল নাদাল। জকোভিচকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারেন দ্বিতীয় বাছাই ড্যানিল মেদভেদেভ। গত বছর ইউএস ওপেনের ফাইনালে জকোভিচকে হারিয়ে দেন মেদভেদেভ। ফলে এবার এই দুই খেলোয়াড় মুখোমুখি হলে দুর্দান্ত লড়াই দেখা যেতে পারে। সেক্ষেত্রে জকোভিচের অভিজ্ঞতা বনাম মেদভেদেভের তারুণ্যের লড়াই দেখা যেতে পারে।
মহিলা সিঙ্গলসে বার্টিকে যাঁরা লড়াইয়ে ফেলে দিতে পারেন তাঁদের মধ্যে অন্যতম নাওমি ওসাকা এবার ১৩ নম্বর বাছাই। ১৪ নম্বর বাছাই সিমোনা হালেপ। তৃতীয় বাছাই গ্যারবিন মুগুরুজা।