(Source: ECI/ABP News/ABP Majha)
Novak Djokovic Visa: নোভাক জকোভিচের ভিসা ফের বাতিল করল অস্ট্রেলিয়া সরকার
Novak Djokovic Visa: নোভাক জকোভিচের ভিসা ফের বাতিল করল অস্ট্রেলিয়া সরকার। এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বের এক নম্বর টেনিস তারকার ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সরকার।
মেলবোর্ন: নোভাক জকোভিচের ভিসা ফের বাতিল করল অস্ট্রেলিয়া সরকার। এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বের এক নম্বর টেনিস তারকার ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সরকার। সেদেশের অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক এক বিবৃতিতে এই বিষয় জানিয়েছেন। এই দেশ থেকে নির্বাসনের সম্মুখিন হতে পারেন জোকার। সেক্ষেত্রে আগামী ১২ ঘন্টার মধ্যে আইনি চ্যালেঞ্জে লড়তে হবে জোকারকে। টেনিস তারকার আইনি টিম আশা করছে যে এই সপ্তাহান্তের মধ্যেই যাতে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয় আদালতের তরফে। এমনকী অস্ট্রেলিয়ান ওপেন খেলতেও যাতে কোনও সমস্যা না হয়।
অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক বিবৃতিতে জানিয়েছেন, ''আমি আজ আমার সব ক্ষমতা প্রয়োগ করে একটি সিদ্ধান্ত নিতে চলেছি। আমি অস্ট্রেলিয়া সরকারের তরফে নোভাক জকোভিচের ভিসা বাতিল করছি। জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হল। স্বাস্থ্য ও শৃঙ্খলা বজায় রাখার তাগিদেই এই সিদ্ধান্ত নেওয়া হল।''
গত সোমবার অস্ট্রেলিয়ার আদালত জকোভিচকে সেদেশে থাকার ছাড়পত্র দিয়েছিল। ফলে গত সপ্তাহে মেলবোর্নে পৌঁছনোর পর থেকে যে আইনি জটিলতা চলছিল, তা থেকে রেহাই পেয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়। কিন্তু তারপরেও বিতর্ক থামছে না। জকোভিচের দাবি, এজেন্টের ভুলেই অস্ট্রেলিয়ায় প্রবেশের নথিতে গোলমাল হয়েছে। যদিও অস্ট্রেলিয়া সরকার সেই দাবি মানতে নারাজ। ফলে জকোভিচকে নিয়ে জটিলতা অব্যাহত। টেনিস অস্ট্রেলিয়া অবশ্য জকোভিচের পাশেই দাঁড়িয়েছে।
ভিসা নিয়ে অনিশ্চয়তা থাকলেও, অস্ট্রেলিয়ান ওপেনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন জকোভিচ। তাঁর প্রথম রাউন্ডের খেলা সোমবার বা মঙ্গলবার। এখনও পর্যন্ত ৯ বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন এই তারকা। ২০১৯, ২০২০ ও ২০২১, পরপর তিনবার চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। এবার জিতলে শুধু টানা চারবার এবং মোট ১০ বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়নই হবেন না তিনি, ২১-তম গ্র্যান্ড স্ল্যাম খেতাবও জিতবেন। তার প্রস্তুতিতে খামতি রাখতে চাইছেন না জকোভিচ।