এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
ওয়ার্নার-স্মিথের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া
ঢাকা: #দ্বিতীয় ইনিংসে বড় স্কোর করে অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে পারল না বাংলাদেশে। মাত্র ২২১ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। তামিম ইকবালের ৭৮ ও মুশফিকর রহিমের ৪১ রান ছাড়া আর কোনও ব্যাটসম্যান সেভাবে রান পাননি। নাথন লিওন ৬ উইকেট নেন। জয়ের জন্য ২৬৫ রানের লক্ষ্য নিয়ে খেলতে শুরু করে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে মাত্র ১ রানের ব্যবধানে দুটি উইকেট হারায়।২৭ রানে আউট হন ম্যাট রেনশ। দলের ২৮ রানে ফিরে যান উসমান খাওয়াজা। কিন্তু এরপর থেকেই ইনিংসের হাল ধরেন ওয়ার্নার ও স্টিভ স্মিথ। দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ২ উইকেটে ১০৯ রান। ওয়ার্নার ৭৫ ও স্মিথ ২৫ রানে ক্রিজে রয়েছেন। জয়ের জন্য অস্ট্রেলিয়াকে করতে হবে আরও ১৫৬ রান। আপাতত ওয়ার্নার ও স্মিথের ব্যাটে ভর করে ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া।
ম্যাচের তৃতীয় দিনে তামিম ইকবালের হাফসেঞ্চুরি ভর করে দ্বিতীয় ইনিংসে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত বাংলাদেশের রান ছিল ৩ উইকেটে ১৩৩। প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৩ রানের লিড পেয়েছিল।
গতকালের ১ উইকেটে ৪৫ রান নিয়ে এদিন খেলা শুরু করে বাংলাদেশ। শুরুতেই নাথন লিওনের বলে আউট হয়ে যান নাইট ওয়াচম্যান তৈজুল ইসলাম। এরপর ইমরুল কায়েসকেও আউট করেন লিওন।
প্রথম ইনিংসে তামিম ৭১ রান করেছিলেন।
বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ২৬০ রান।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ২১৭ রানে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement