এক্সপ্লোর
Rafael Nadal: ২২ টি গ্র্যান্ডস্লাম ঝুলিতে, টেনিসে সর্বকালের সেরাদের একজন, নাদালের বর্ণময় কেরিয়ার একঝলকে
Rafael Nadal Retirement: গত ১৯ নভেম্বর ডেভিস কাপে স্পেনের হয়ে কোর্টে নেমেছিলেন রাফা। প্রতিপক্ষ ছিলেন নেদারল্যান্ডসের বোতিক ফান দে জ়ান্দশাপ। পেশাদার কেরিয়ারের শেষ ম্যাচে স্ট্রেট সেটে হেরে যান নাদাল।

রাফায়েল নাদাল (ছবি এএনআই)
1/8

ডেভিস কাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে স্পেন হেরে যাওয়ার পরই টেনিসকে বিদায় জানিয়েছেন রাফায়েল নাদাল।
2/8

নিজের বর্ণময় কেরিয়ারে ২২ টি গ্র্যান্ডস্লাম জিতেছেন নাদাল। এরমধ্যে রেকর্ড ১৪ বার ফরাসি ওপেন জিতেছেন তিনি।
3/8

এছাড়াও নিজের কেরিয়ারে ২০০৯ ও ২০২২ সালে দুবার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন। ২০০৮ ও ২০১০ সালে উইম্বলডন জিতেছেন। চারবার যুক্তরাষ্ট্র ওপেন জিতেছেন।
4/8

গ্র্য়ান্ডস্লাম ছাড়াও ৯২টি এটিপি ট্যুর লেভেল টাইটেল ও ৩৬টি এটিপি মাস্টার্স টাইটেল খেতাব জিতেছেন।
5/8

নাদাল তাঁর টেনিস কেরিয়ারে পুরুষদের ডাবলসে অলিম্পিক্সে সোনা জিতেছেন ২০১৬ রিওতে। জকোভিচ ও অগাসির সঙ্গে একই তালিকায় নাম লিখিয়েছেন স্প্যানিশ টেনিস তারকা।
6/8

নাদালের কেরিয়ারে প্রায় পুরো সময়টাই দুই তারকা টেনিস সুপারস্টারের সঙ্গে মহারণ ছিল। রজার ফেডেরার ও নোভাক জকোভিচ। ফেডেরার আগেই অবসর নিয়েছেন। যদিও জকােভিচ এখনও খেলা চালিয়ে যাচ্ছেন।
7/8

ফেডেরারের বিরুদ্ধে ২৪ টি ম্য়াচ জিতেছেন ও ১৬টি ম্য়াচ হেরেছেন। অন্য়দিকে জকোভিচের বিরুদ্ধে ৩১টি ম্য়াচ হেরেছেন ও ২৯টি ম্য়াচ জিতেছেন নাদাল।
8/8

ক্লে কোর্টের মাস্টার বলা হয়ে থাকে নাদালকে। তিনি লাল সুরকির কোর্টে মোট ৬৩টি ম্য়াচ জিতেছেন।
Published at : 22 Nov 2024 11:03 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
লাইফস্টাইল-এর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
