Asian Table Tennis Championship: এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিনশিপে ভারতের হয়ে ব্রোঞ্জ জয় ঐহিকা-সুতীর্থা জুটির
Table Tennis: সেমিফাইনালে হারলেও ব্রোঞ্জ নিশ্চিত করলেন ঐহিকা-সুতীর্থা জুটি। এর আগে ডাবলসে ভারতের কোনও জুটি এই প্রতিযোগিতা থেকে পদক জিততে পারেনি।
আসতানা: দেশের সেরা মহিলা ডাবলস জুটি তাঁরা। আগেই ইতিহাস গড়ে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশপে (Asian Table Tennis Championship 2024) প্রথমবার ভারতের হয়ে পদক নিশ্চিত করেছিলেন। ডাবলসে সেমিফাইনালের পৌঁছে গিয়েছিলেন। এবার ব্রোঞ্জ পদক ঝুলিতে পুরে নিলেন এই তারকা প্যাডলার জুটি। বিশ্বের ১৫ নম্বর জুটি ঐহিকা-সুতীর্থা হেরে গেলেন জাপানের জুটি মিউয়া হারিমোতো ও মিউ কিহারার বিরুদ্ধে। ম্য়াচে সুতীর্থারা হেরে গেলেন ৩-০ ব্যবধানে। খেলার ফল জাপানের জুটির পক্ষে ১১-৪, ১১-৯, ১১-৯। সেমিফাইনালে হারলেও ব্রোঞ্জ নিশ্চিত করলেন ঐহিকা-সুতীর্থা জুটি। এর আগে ডাবলসে ভারতের কোনও জুটি এই প্রতিযোগিতা থেকে পদক জিততে পারেনি।
View this post on Instagram
এর আগে এশিয়ান গেমসেও এই জুটিই দেশকে পদক এনে দিয়েছিলেন। এবার চ্যাম্পিয়নশিপের সেমিতে ওঠার পথে তাঁরা হারালেন দক্ষিণ কোরিয়ার কিম নাইয়ং ও লি এউনহিয়ে জুটিকে। খেলার ফল ছিল সুতীর্থাদের পক্ষে ১০-১২, ১১-৭, ১১-৯ ১১-৮ গেম। এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন ঐহিকা-সুতীর্থা জুটি। উত্তর কোরিয়ার জুটির বিরুদ্ধে সেমিফাইনালে হারলেও প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে বাংলার দুই অ্যাথলিট যে লড়াই মেলে ধরেছিলেন তা তারিফ করার মতোই ছিল। প্রথম গেমে ১১-৭ ব্যবধানে লিডও নিয়েছিলেন ঐহিকা মুখোপাধ্যায় ও সুতীর্থা মুখোপাধ্যায়। যদিও উত্তর কোরিয়ার প্রতিপক্ষ সুয়ং চা ও সুয়ং পাকের জুটি পরের গেমেই ৮-১১ ব্যবধানে তাঁদের হারিয়ে খেলায় সমতা ফেরায়। হেরে গেলেও হতেদ্যম না হয়ে ১১-৭ গেমে ফের পরের ম্যাচে জেতে তারা। তুল্যমূল্য লড়াইয়ে ৯-১১ ও ৮-১১ ফলে পরের দুটো গেমে পিছিয়ে পড়লেও দুরন্ত কামব্যাকে ১১-৫ ব্যবধানে পরের গেম জেতেন তারা। টানটান লড়াই গড়ায় শেষ গেমে। যেখানে অবশ্য ২-১১ ফলে হেরে ৩-৪ গেমের ব্যবধানে ম্যাচে হেরে যান সুতীর্থারা। আজ, রবিবারের ম্য়াচে জয় না পেলেও পদক কিন্তু ভারতের ঘরেই এল।
গত বৃহস্পতিবার ভারতের পুরুষ টেবিল টেনিস দল ব্রোঞ্জ নিশ্চিত করে ফেলেছিল চলতি টুরনামেন্টে। সেমিতে চাইনিস তাইপেইয়ের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে হেরে যেতে হয় ভারতে পুরুষ টেবিল টেনিস দলকে। যদিও কোয়ার্টার ফাইনালে কাজাখাস্তানের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে জিতেই পদক নিশ্চিত করেছিল ভারতীয় দল।