এক্সপ্লোর
Advertisement
দ্বিতীয় টেস্টে ইশান্ত, জয়ন্ত যাদবকে বাদ দেওয়া উচিত, মত আজহারের
নয়াদিল্লি: বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতের পেসার ইশান্ত শর্মা ও স্পিনার জয়ন্ত যাদবকে বাদ দেওয়ার পক্ষে মতপ্রকাশ করলেন প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। তিনি বলেছেন, ‘ব্যাটিং বিপর্যয় হলে যে কোনও দল চাপে থাকে। আমি বলছি না ভারতীয় দল এই সিরিজে হেরে গিয়েছে। কিন্তু কোন ধরনের পিচে খেলা হবে, সেটা দেখতে হবে। আমার মনে হয়, চিন্নাস্বামীতে বল বেশি ঘুরবে না। তাই ইশান্ত শর্মা ও জয়ন্ত যাদবকে বাদ দেওয়া উচিত। পরের টেস্টে ভারতের একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলানো উচিত। তাই জয়ন্তর বদলে করুণ নায়ারকে খেলানো উচিত। যে ধরনের পিচে খেলা হচ্ছে সেখানে ইশান্তের ব্যাক অফ দ্য লেংথ বলে বিশেষ কাজ হচ্ছে না। ভুবনেশ্বর কুমারকে দলে রাখলে ভাল হবে।’
পুণের ঘূর্ণি উইকেটে যেখানে অস্ট্রেলিয়ার বাঁ হাতি স্পিনার স্টিভ ও’কিফ ১২ উইকেট নিয়েছেন, সেখানে ভারতীয় স্পিনাররা ভাল পারফরম্যান্স দেখাতে না পারায় অসন্তুষ্ট আজহার। বিশেষ করে রবীন্দ্র জাডেজার সমালোচনা করেছেন তিনি। ভারতের প্রাক্তন অধিনায়কের মতে, রবিচন্দ্রন অশ্বিনও ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। ও’কিফ দেখিয়ে দিয়েছেন, এই ধরনের পিচে কীভাবে বল করতে হয়।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বাংলাদেশ
জেলার
জেলার
Advertisement