এক্সপ্লোর
টি ২০ তে কোহলির রেকর্ড ভাঙলেন বাবর আজম

দুবাই: টি ২০ ক্রিকেটে রেকর্ড গড়লেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম। এক্ষেত্রে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির রেকর্ড ভেঙে টি ২০ আন্তর্জাতিকে দ্রুততম ১০০০ রান সংগ্রহের কৃতিত্ব অর্জন করলেন তিনি। গতকাল রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ টি ২০ ম্যাচে ১০০০ রানের গণ্ডি পেরোলেন তিনি। নিজের ২৬ তম ইনিংসে ৪৮ রানে পৌঁছনোর সঙ্গে সঙ্গে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। ওই ম্যাচে ৫৮ বলে ৭৯ রান করেন তিনি। এর আগে কোহলি টি ২০ ক্রিকেটে ২৭ তম ইনিংস ১০০০ রানের গণ্ডি অতিক্রম করেন। পাকিস্তানের হয়ে বাবর আজম ১৫ টেস্ট ও ৫১ একদিনের ম্যাচ এবং ২৬ টি ২০ খেলেছেন। টি ২০ তে ১০৩১ রান করেছেন তিনি। সেরা স্কোর অপরাজিত ৯৭। টি ২০ তে তাঁর আটটি হাফসেঞ্চুরি রয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















