Ballon d'Or: মনোনীত ৩০ জন ফুটবলারের মধ্যে নাম নেই মেসির, কার হাতে উঠবে ব্যালন ডি'অর?
Lionel Messi: ফ্রান্স ফুটবলের তরফে প্রকাশিত ব্যালন ডি'অরের তালিকায় নাম নেই লিওনেল মেসির। ১৬ বছর আগে, ২০০৫ সালে কেরিয়ারের একবারে শুরুর দিকে মেসি শেষবার ৩০ জনের তালিকায় ছিলেন না।
জুরিখ: সর্বকালের সর্বাধিক ব্যালন ডি'অর (Ballon d'Or) বিজয়ী লিওনেল মেসি (Lionel Messi)। সাত, সাতবার জিতেছেন ফ্রান্স ফুটবলের দেওয়া এই সেরার পুরস্কার। তবে এ মরসুমের আর্জেন্তাইন তারকার নাম ৩০ জন মনোনীত ফুটবলাদের মধ্যেও নেই।
নাম নেই মেসির
শুক্রবারই ব্যালন ডি'অরের জন্য ৩০ জন ফুটবলারের নাম ঘোষণা করা হয় ফ্রান্স ফুটবলের তরফে। সেই তালিকায় নাম নেই লিওনেল মেসির। ১৬ বছর আগে, ২০০৫ সালে কেরিয়ারের একবারে শুরুর দিকে মেসি শেষবার ৩০ জনের তালিকায় ছিলেন না। তারপর থেকে প্রতি বছর তিনি অন্তত ৩০ জনের তালিকায় ছিলেন (২০২০ সালে করোনার কারণে ব্যালন ডি'অর অনুষ্ঠিত হয়নি)। এই পুরস্কার জিতেছেনও সর্বাধিকবার। তবে নিজের সিনিয়র কেরিয়ার শুরু করার পর থেকে গত মরসুমেই প্রথমবার বার্সেলোনা নয়, বরং দলবদল করে প্যারিস সাঁ-জাঁর হয়ে মাঠে নামেন মেসি।
ফরাসি লিগ জিতলেও, তাঁকে নিজের সেরা ফর্মে দেখা যায়নি। এর ফলেই তাঁর এ মরসুমে সেরা ফুটবলার হওয়া নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন ছিল। তবে একেবারে তালিকা থেকেই তিনি বাদ পড়ে যাবেন এমনটা হয়তো কেউই ভাবতে পারেননি। তবে শেষমেশ তাই হল। শুধু মেসি নন, বাদ পড়লেন তাঁর পিএসজির আরেক সতীর্থ নেমারও। তবে মেসি, নেমার না থাকলেও, পিএসজির বিখ্যাত ত্রয়ীর অপরজন, কিলিয়ান এমবাপে কিন্তু এই তালিকায় রয়েছেন। তালিকায় নাম রয়েছে এমবাপের জাতীয় দলের সতীর্থ করিম বেঞ্জেমারও।
গত মরসুমে মেসির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল রবার্ট লেওয়ানডস্কির। তবে পোলিশ মহাতারকা দ্বিতীয় স্থানে শেষ করেন। দ্বিতীয় হওয়ার পর নিজের হতাশার কথাও চেপে রাখেননি তিনি। এবার মেসির অনুপস্থিত থাকলেও তিনি কিন্তু তালিকায় রয়েছেন। এই তালিকায় মহম্মদ সালাহ, সাদিও মানের মতো প্রত্যাশিত তারকাদের নামও রয়েছে। গত মরসুমে মেসির মতো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও দলবদল করেন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফেরেন তিনি। ম্যান ইউনাইটেডের মরসুম চরম হতাশাজনক কাটলেও, রোনাল্ডো ব্যক্তিগতভাবে কিন্তু খারাপ পারফর্ম করেননি। প্রিমিয়ার লিগের তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও হন তিনি। ৩০ জনের তালিকায় নাম রয়েছে তাঁর।
গোটা তালিকা:-
করিম বেঞ্জেমা, থিবো কুর্তোয়া, কাসেমিরো, ভিনিসিয়াস জুনিয়র, লুকা মদ্রিচ, টনি রুডিগার, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, ফ্যাবিনহো, মহম্মদ সালাহ, লুইস ডিয়াজ, ডারউইন নুনেজ, ভার্জিল ভ্যান ডাইক, হ্যারি কেন, সন হিউং-মিন, সাদিও মানে, জশুয়া কিমিখ, জাও ক্যান্সেলো, আরলিং হালান্ড, কেভিন ডি ব্রুইন, রিয়াদ মাহরেজ, ফিল ফডেন, বার্নাডো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ক্রিস্টোফার এনকুঙ্কু, কিলিয়ান এমবাপে, ডুসান ভ্লাহোভিচ, সেবাস্টিয়ান হালের, মাইক মাইগনান, রাফায়েল লিয়াও, রবার্ট লেওয়ানডস্কি