এক্সপ্লোর
Advertisement
মহারাষ্ট্র থেকে সরছে আইপিএল, ফাইনাল বেঙ্গালুরুতে, সেমি কলকাতায়
কলকাতা: বম্বে হাইকোর্টের নির্দেশে মহারাষ্ট্র থেকে সরছে আইপিএল৷ ফাইনাল হতে চলেছে ব্যাঙ্গালোরে৷ সেমিফাইনাল পেতে চলেছে কলকাতা৷ ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত আইপিএল চেয়ারম্যানের৷
বম্বে হাইকোর্টের নির্দেশে মহারাষ্ট্র ছাড়ছে আইপিএল৷ রাজ্য থেকে সরছে ১৩ টি ম্যাচ৷ তড়িঘড়ি পরিকল্পনা-বদল৷ সূচি-বদল৷ এদিন মুম্বই ও পুণে ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে বৈঠক করেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল৷ মুম্বইয়ের বদলে ফাইনালের ভেন্যু হিসেবে প্রস্তাব করা হয়েছে ব্যাঙ্গালোরের নাম৷ অন্যদিকে, সেমিফাইনাল হতে চলেছে কলকাতায়৷
আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ও ফাইনাল পাচ্ছে ব্যাঙ্গালোর৷ অন্যদিকে, দ্বিতীয় কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ আসতে চলেছে ইডেন গার্ডেন্সে৷ পাশাপাশি, এদিনের বৈঠকে রায়পুর, জয়পুর, বিশাখাপত্তনম ও কানপুরের মধ্যে থেকে একটিকে হোম ভেন্যু হিসেবে বেছে নিতে বলা হয় মুম্বই ইন্ডিয়ান্স ও পুণে সুপার জায়ান্টসকে৷ পুণের পছন্দ বিশাখাপত্তনম৷ তবে, নিজেদের পছন্দের ভেন্যু বেছে নেওয়ার জন্য ২ দিন সময় চেয়েছে মুম্বই৷
আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে এই প্রস্তাবগুলি রাখা হবে বলে জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান৷
তীব্র খরার মধ্যে মহারাষ্ট্রে আইপিএল আয়োজনের বিরোধিতায় করা জনস্বার্থ মামলার প্রেক্ষিতে ৩০ এপ্রিলের পর টুর্নামেন্টের সমস্ত ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেয় বম্বে হাইকোর্ট৷ আর, তারপরই শুরু বিসিসিআইয়ের তত্পরতা৷ সূচির রদবদল৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement