এক্সপ্লোর
Advertisement
সেরা দল বলে আমাদের উপর চাপ তৈরি করবেন না, সমর্থকদের উদ্দেশে আবেদন মাশরাফি মোর্তাজার
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
ঢাকা: বিশ্বকাপের আগে যাতে দলের উপর বাড়তি চাপ তৈরি না হয়, সেটা নিশ্চিত করার জন্য সমর্থকদের উদ্দেশে আবেদন জানালেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মোর্তাজা। তিনি বলেছেন, ‘আপনারা বলছেন এটাই আমাদের সর্বকালের সেরা দল। কিন্তু সেটা গুরুত্বপূর্ণ না। আমরা এই দল নিয়েই এশিয়া কাপ খেলতে গিয়েছিলাম, কিন্তু জিততে পারিনি। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছিলাম। তখনও এই দলই ছিল। তাই উন্মাদনা তৈরির কোনও দরকার নেই। সেরা দল সবসময় জেতে না। আমাদের উপর অতিরিক্ত চাপ তৈরি করবেন না।’
মাশরাফি আরও বলেছেন, ‘যদি প্রাক্তন খেলোয়াড় ও বিশ্লেষকদের প্রশ্ন করেন, তাঁরা বলবেন, আমাদের দল ফেভারিটদের তালিকায় নেই। আমরা যদি কিছু করতে পারি, তাহলে আমাদের প্রতি মানুষের মনোভাব বদলে যাবে।’
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। গত বছর মাশরাফিরা ১৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ জেতেন। বিশ্বকাপে যে দলগুলি খেলছে, তার মধ্যে শুধু ভারত ও ইংল্যান্ডই এর চেয়ে বেশি ম্যাচ জিতেছে। সেই কারণেই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা বিশ্বকাপে ভাল ফলের আশা করছেন। যদিও মাশরাফি সমর্থকদের প্রত্যাশার মাত্রা না বাড়াতে বলছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement