Tamim Iqbal: বিশ্বকাপের ৩ মাস আগে আচমকা অবসর ঘোষণা বাংলাদেশের ODI অধিনায়কের
Bangladesh: অক্টোবর মাসে ভারতের মাটিতে শুরু ওয়ান ডে বিশ্বকাপ। তার ঠিক তিন মাস আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল (Tamim Iqbal)।
ঢাকা: বাংলাদেশ ক্রিকেটকে টলিয়ে দেওয়ার মতো ঘটনা। আচমকা অবসর ঘোষণা করলেন ওয়ান ডে ফর্ম্যাটের অধিনায়ক। তাও ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) মাত্র ৩ মাস আগে!
অক্টোবর মাসে ভারতের মাটিতে শুরু ওয়ান ডে বিশ্বকাপ। তার ঠিক তিন মাস আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল (Tamim Iqbal)। ১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে আচমকাই ইতি টানলেন।
বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে সাংবাদিক বৈঠক ডেকেছিলেন তামিম। তখন থেকেই অনেকে অনুমান করেছিলেন যে, অবসর ঘোষণা করবেন তামিম। শেষ পর্যন্ত জল্পনাই সত্যি হল। সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম। গত বছর ১৬ জুলাই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ৩৪ বছর বয়সী তামিম। এবার ওয়ান ডে ও টেস্ট থেকেও অবসর ঘোষণা করলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ওপেনার।
View this post on Instagram
এদিন সাংবাদিক সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন তামিম। তিনি বলেন, 'আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটিই আমার কেরিয়ারের শেষ ম্যাচ ছিল। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া নয়। অনেক দিন ধরেই আমি এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে।' তামিম যোগ করেন, 'আমি সব সময়ই একটা কথা বলেছি যে, আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য। আমি জানি না তাঁকে কতটা গর্বিত করতে পেরেছি গত ১৬ বছরে। আমি আরও কয়েকজনকে ধন্যবাদ জানাতে চাই। আমার ছোট কাকা, যিনি প্রয়াত হয়েছেন। তাঁর নাম আকবর খান, যাঁর হাত ধরেই আমি প্রথম ক্রিকেট টুর্নামেন্ট খেলেছিলাম। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে তপন দা নামের একজন কোচ আছেন, তাঁর কাছেও আমি ঋণী।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন