Tamim Iqbal News: টি-টোয়েন্টি দল থেকে ৬ মাসের বিরতি, তামিম ফিরবেন কি আর?
বাংলাদেশের (Bangladesh Cricket Team) ওয়ান ডে ক্রিকেট দলের অধিনায়ক তিনি। সেই তামিম ইকবাল (Tamim Iqbal) আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ছয় মাসের জন্য বিরতি নিয়েছেন।
ঢাকা: বাংলাদেশের (Bangladesh Cricket Team) ওয়ান ডে ক্রিকেট দলের অধিনায়ক তিনি। সেই তামিম ইকবাল (Tamim Iqbal) আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ছয় মাসের জন্য বিরতি নিয়েছেন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে তামিম বলেছেন, "এখন আমি টেস্ট ও ওয়ান ডে ক্রিকেটকেই প্রাধান্য দিচ্ছি। এই দুই ফর্ম্যাট নিয়েই আমি এখন ভাবছি।" সেই সঙ্গে তামিম জানিয়েছেন, আগামী ছ'মাসে তাঁর জায়গায় যাঁরা খেলবেন, তাঁরা এমনই ভালো খেলবেন যে, তাঁকে আর দরকার হবে না।
তামিম ইকবাল শেষবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২০২০ সালের শুরুতে পাকিস্তানের বিপক্ষে। এরপর নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ না খেলেই তিনি ফেরত আসেন।
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানান, তামিম আর টি-টোয়েন্টি দলে ফিরতে চান না। এ নিয়ে বোর্ডের দায়িত্বশীলদের সঙ্গে দফায় দফায় তামিমের বৈঠক হয়। তারপরই বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি একটি সাংবাদিক বৈঠক ডাকেন তামিম।
সেখানে তিনি জানান, টি-টোয়েন্টি থেকে অবসর না নিলেও আগামী ৬ মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেন না তিনি। দলের একান্ত প্রয়োজন হলে ৬ মাস পর ফিরবেন টি-টোয়েন্টি দলে। তবে তামিম জানিয়েছেন, তরুণরা তাঁর জায়গা পূরণ করলে দলে ফেরার প্রয়োজন হবে না তাঁর।
বাংলাদেশ দলের হয়ে তামিম সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২০ সালের মার্চে। জিম্বাবোয়ের বিপক্ষে সেই ম্যাচে ৩৩ বলে ৪১ রানের ইনিংস খেলার পথে হাঁকান ৩টি চার ও ২টি ছক্কা। এরপর করোনা অতিমারির কারণে বাইশ গজই কার্যত অচল হয়ে পড়ে। তামিম পান ওয়ান ডে ফরম্যাটের নেতৃত্ব। তবে এরপর আর একটিবারের জন্যও টি-টোয়েন্টি খেলতে নামেননি। কখনও চোট তো কখনও বিশ্রামের কারণে বাংলাদেশ দলকে টি-টোয়েন্টি সিরিজগুলো খেলতে হয়েছে তামিমকে ছাড়াই।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তামিম বিশ্বকাপের দল থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। যদিও তখন তিনি স্পষ্ট করে বলেছিলেন যে, এখনই অবসর নিচ্ছেন না এই ফরম্যাট থেকে। তবে আর কোনও ম্যাচ খেলার আগেই তামিম বিসিবি সভাপতিকে জানিয়ে দেন যে, এই ফরম্যাটে আর খেলার ইচ্ছা নেই তাঁর।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেললেও ফ্র্যাঞ্চাইজি লিগে অবশ্য অংশ নিচ্ছেন তামিম। নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে তিনি ছিলেন অন্যতম মূল আকর্ষণ। এরপর দাপটের সঙ্গে খেলছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (BPL)।