Bangladesh Tour 2021 : জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের আগে ২ দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামছেন তাসকিনরা
৭ জুলাই প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও জিম্বাবোয়ে। তার আগে ৩ ও ৪ জুলাই প্রস্ততি ম্যাচ খেলবে টাইগাররা। শেষবার ২০১৩ সালে জিম্বাবোয়ে সফরে ২ ম্যাচের টেস্ট সিরিজ ড্র করেই ফিরেছিল বাংলাদেশ ক্রিকেট দল।
ঢাকা: জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের আগে ২ দিনের প্রস্ততি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। ৩ ও ৪ জুলাই তাকাসিংহ স্পোর্টস ক্লাবে এই প্রস্ততি ম্যাচ খেলবে টাইগাররা। জিম্বাবোয়ের বিরুদ্ধে ১টি টেস্ট, ৩টি ওয়ান ডে, ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ৭ জুলাই থেকে হারারে স্পোর্টস ক্লাবে প্রথম টেস্ট খেলতে নামবে দু’দল।
ওয়ান ডে দলের অধিনায়ক তামিম ইকবাল প্রস্তুতি ম্যাচে খেলবেন না। বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগে খেলার সময়ে পায়ে চোট পেয়েছিলেন তামিম। টেস্ট ম্যাচে নামার আগে তাই আরও কয়েকদিন বিশ্রামে থাকতে চাইছেন তামিম। যদিও আরেক তারকা ক্রিকেটার শাকিব আল হাসান প্রস্তুতি ম্যাচে খেলবেন।
আসন্ন সিরিজ নিয়ে আশাবাদী টাইগারদের ডানহাতি তারকা পেসার তাসকিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমাদের প্রস্তুতি বেশ ভালোই হয়েছে। আশা করি জিম্বাবোয়ে সিরিজের প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন তোলার জায়গা কাউকে দেব না।’ তাসকিন আরও বলেন, ‘আমরা আপাতত টেস্ট ম্যাচে মনোনিবেশ করছি। এর আগেও জিম্বাবোয়ের বিরুদ্ধে আমরা প্রচুর ম্যাচ জিতেছি। তবে সব ম্যাচই আমাদের কাছে নতুন। আশা করি এই ম্যাচেও নিজেদের সেরা পারফরম্যান্সের মাধ্যমে জয় ছিনিয়ে আনতে পারব।’ জাতীয় দলের জার্সিতে নিজে ভালো পারফর্ম করবেন বলেই আশাবাদী তাসকিন। তিনি বলেছেন, ‘আমি মাঠে নামতে মুখিয়ে রয়েছি। প্রথমবার জিম্বাবোয়েতে খেলতে এলাম। তাই নিজের সেরাটা দিতে চাই।’
শেষবার ২০১৩ সালে জিম্বাবোয়ে সফরে এসে ২ ম্যাচের টেস্ট সিরিজ ড্র করেই ফিরতে হয়েছিল বাংলাদেশকে। এখনও পর্যন্ত বাংলাদেশ ও জিম্বাবোয়ের মধ্যে ৯টি টেস্ট সিরিজ হয়েছে। তার মধ্যে ৪টি সিরিজ জিতেছে জিম্বাবোয়ে, ৩টি সিরিজ জিতেছে বাংলাদেশ। বাকি ২ সিরিজ ড্র হয়েছে। টেস্ট সিরিজের পর ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ হবে যথাক্রমে জুলাইয়ের ১৬, ১৮ ও ২০ তারিখ। টি-টোয়েন্টি সিরিজের ৩ ম্যাচ হবে চলতি মাসের ২৩, ২৪ ও ২৭ তারিখ।
উল্লেখ্য, বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। গত এপ্রিলে শ্রীলঙ্কা সফরে খেলতে গিয়ে টেস্ট সিরিজে হারের মুখ দেখতে হয়েছে টাইগারদের। এরপর থেকে টেস্ট ম্যাচ আর খেলেনি তারা। জিম্বাবোয়ের বিরুদ্ধে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারে বাংলাদেশ, তা এখন দেখার।