Ban vs Afg: বৃষ্টিবিঘ্নিত ম্য়াচে বাংলাদেশকে হারিয়ে ওয়ান ডে সিরিজে এগিয়ে গেল আফগানিস্তান
Bangladesh vs Afghanistan 1st ODI: বুধবার চট্টগ্রামে বাংলাদেশ বনাম আফগানিস্তান (Ban vs Afg) ম্যাচেও দেখা গেল সেয়ানে সেয়ানে টক্কর। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে ১৭ রানে জয়ী আফগানিস্তান।
চট্টগ্রাম: সম্প্রতি যতবার ক্রিকেট মাঠে দুই দেশের দেখা হয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। বুধবার চট্টগ্রামে বাংলাদেশ বনাম আফগানিস্তান (Ban vs Afg) ম্যাচেও দেখা গেল সেয়ানে সেয়ানে টক্কর। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে ১৭ রানে জয়ী আফগানিস্তান। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন আফগানরা।
বৃষ্টির জন্য শুরুতেই ম্যাচের ওভার সংখ্যা কমিয়ে দেওয়া হয়। ম্যাচ হয়ে দাঁড়ায় ৪৩ ওভারের। প্রথমে ব্যাট করে বাংলাদেশের ইনিংসে ধস নামে। ৪৩ ওভারে মাত্র ১৬৩/৯ স্কোরে আটকে যায় বাংলাদেশ। তৌহিদ হৃদয় ৫১ রান করেন। আফগান বোলারদের মধ্যে ফজলহক ফারুকি ২৪ রানে ৩ উইকেট নেন। ২ উইকেট রশিদ খান ও মুজিব উর রহমানের।
জবাবে ব্যাট করতে নেমে লক্ষ্যের দিকে দৃঢ়ভাবেই এগচ্ছিল আফগানিস্তান। দুই ওপেনার ১৫.৪ ওভারে ৫৪ রান তোলেন। ২২ রান করে ফেরেন রহমনউল্লাহ গুরবাজ। রহমত শাহ ৮ রান করে আউট হন। ২১.৪ ওভারে আফগানিস্তানের স্কোর যখন ৮৩/২, ফের বৃষ্টি নেমে খেলা বন্ধ হয়ে যায়। ইব্রাহিম জাদ্রান তখন ৪১ রানে ক্রিজে। ডাকওয়ার্থ লুইস নিয়মে ১৭ রানে জয়ী ঘোষণা করা হয় আফগানিস্তানকে।
তামিমের আচমকা অবসর
বাংলাদেশ ক্রিকেটকে টলিয়ে দেওয়ার মতো ঘটনা। আচমকা অবসর ঘোষণা করলেন ওয়ান ডে ফর্ম্যাটের অধিনায়ক। তাও ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) মাত্র ৩ মাস আগে!
অক্টোবর মাসে ভারতের মাটিতে শুরু ওয়ান ডে বিশ্বকাপ। তার ঠিক তিন মাস আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল (Tamim Iqbal)। ১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে আচমকাই ইতি টানলেন।
বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে সাংবাদিক বৈঠক ডেকেছিলেন তামিম। তখন থেকেই অনেকে অনুমান করেছিলেন যে, অবসর ঘোষণা করবেন তামিম। শেষ পর্যন্ত জল্পনাই সত্যি হল। সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম। গত বছর ১৬ জুলাই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ৩৪ বছর বয়সী তামিম। এবার ওয়ান ডে ও টেস্ট থেকেও অবসর ঘোষণা করলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ওপেনার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন