এক্সপ্লোর
Advertisement
টেস্ট ক্রিকেট থেকে ছয় মাসের বিশ্রাম চাইলেন সাকিব
ঢাকা: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের আগে টেস্ট ক্রিকেট থেকে ছয় মাসের বিশ্রাম চাইলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ বোর্ড সূত্রে সাকিবের এই অনুরোধের কথা জানানো হয়েছে।
দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ ও দুটি টি ২০ খেলবে বাংলাদেশ। এই সিরিজের জন্য এদিনই দল ঘোষণা করবে বাংলাদেশ বোর্ড। ২৮ সেপ্টেম্বর থেকে সিরিজ শুরু হচ্ছে।
বিসিবি-র মুখপাত্র জালাল ইউনুস জানিয়েছেন, টেস্ট ক্রিকেট থেকে বিরতি চেয়ে বোর্ডকে চিঠি দিয়েছেন সাকিব। এই সময় তাঁকে তিনি অন্য ফর্ম্যাটের ম্যাচ খেলবেন।তবে শরীরকে তাজা করতে তাঁর টেস্ট ক্রিকেট থেকে বিশ্রাম প্রয়োজন।
যদিও বোর্ড এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি। বোর্ড প্রধান নাজমুল হাসান সাকিবের অনুরোধ সম্পর্কে সিদ্ধান্ত নেবেন।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সাকিব। ওই ম্যাচে ৮৪ রান দিয়ে ১০ উইকেট নেন তিনি। ২০১৪ থেকে বাংলাদেশের হয়ে লাগাতর টেস্ট খেলছেন। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাসপেনশনের কারণে দুটি টেস্ট খেলতে পারেননি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement