(Source: ECI/ABP News/ABP Majha)
Barcelona New Coach: বার্সায় প্রত্যাবর্তন, কোচ হিসেবে কাতালান ক্লাবে যোগ জাভির
Barcelona New Coach: ক্রমাগত খারাপ পারফরম্যান্সের জন্য বার্সা কোচ রোনাল্ড কোম্যানকে সরিয়ে দেওয়া হয়েছিল অনেক দিন আগেই। এরপর থেকেই জাভির নাম শোনা যাচ্ছিল নতুন কোচ হিসেবে।
বার্সেলোনা: সম্ভাবনাই সত্যি হল। ঘরের ছেলে ঘরেই ফিরলেন। ফের বার্সেলােনায় জাভি। তবে এবার নতুন দায়িত্বে। কাতালান ক্লাবের কোচ হিসেবে পথ চলা শুরু করছেন প্রাক্তন এই মিডিও। কাতারের ক্লাব আল সাদেরের কোচ হিসেবে কাজ করছিলেন জাভি। কিন্তু শেষ পর্যন্ত বার্সায় ফিরে আসেন তিনি।
ক্রমাগত খারাপ পারফরম্যান্সের জন্য বার্সা কোচ রোনাল্ড কোম্যানকে সরিয়ে দেওয়া হয়েছিল অনেক দিন আগেই। এরপর থেকেই জাভির নাম শোনা যাচ্ছিল নতুন কোচ হিসেবে। জাভিকে কোচ করতে সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন বার্সেলোনার প্রেসিডেন্ট জুয়ান লাপোর্তা। এই ব্যাপারে তিনি বাড়তি উদ্যোগ নেন। সেই উদ্যোগই এ বার সফল হচ্ছে। ২০১৯ সালে প্রথম বার আল সাদের কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন জাভি। বড় ক্লাব বলতে বার্সেলোনাতেই তিনি প্রথম যোগ দিচ্ছেন। এটা জাভির কোচিং কেরিয়ারে দ্বিতীয় ক্লাব। ২০২৪ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে।
দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে বার্সেলোনা ছেড়ে প্যারিসে পাড়ি দিয়েছেন লিওনেল মেসি। বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে দলে পেয়ে প্যারিস সাঁ জাঁ-র দল শক্তিশালী হয়েছে। অন্যদিকে, মেসি দল ছাড়ায় বার্সা এখন অনেকটাই হীনবল হয়ে পড়েছে। কয়েক বছর আগেও বার্সেলোনার তিন প্রধান অস্ত্র ছিলেন মেসি, জাভি ও ইনিয়েস্তা। এই তিন ফুটবলার দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন। ইনিয়েস্তা ও জাভি আগেই বার্সা ছেড়েছেন। এবার মেসিও দল বদলালেন।