T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব বাভুমা, চোটে ছিটকে গেলেন ভ্য়ান ডার ডুসেন
T20 World Cup 2022: আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার মাটিতে এবার বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।
জোহানেসবার্গ: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) জন্য দক্ষিণ আফ্রিকা (South Africa) স্কোয়াড ঘোষণা করা হল। প্রত্যাশমতই টেম্বা বাভুমাকে (Temba Bavuma) অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। তবে চোটের জন্য স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন ডানহাতি মিডল অর্ডার ব্যাটার ভ্যান ডার ডুসেন (Rassie Van der Dussen)। কনুইয়ের চোটের জন্য ভারত সফরে আসতে পারেননি বাভুমা। অবশেষে সুস্থ হয়ে ফের জাতীয় দলে ফিরছেন ক্যাপ্টেন হিসেবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলের ওপেনার হিসেবে খেলবেন বাভুমা।
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজেও দলে ছিলেন না বাভুমা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ত্রোপচার করিয়েছিলেন তিনি। চলতি মাসে দক্ষিণ আফ্রিকা দল ভারত সফরে উড়ে আসবে। তিনটি ওয়ান ডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা এখানে এসে। সব ম্যাচেই বাভুমা খেলবেন।
চোটের জন্য ছিটকে গিয়েছেন রাসি ভ্যান ডার ডুসেন। ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের সময় ফিল্ডিংয়ের সময় ভ্যান ডার ডুসেনের বাঁ দিকের তর্জনী ভেঙে যায়। এরপরই তিনি দেশে ফিরে আসেন। চিকিৎসকরা তাঁকে ৬ সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন রাসি ভ্যান ডার ডুসেন। সেনের পরিবর্তে দক্ষিণ আফ্রিকার টি ২০ বিশ্বকাপের দলে রাখা হয়েছে রিলি রসৌকে। রিজা হেন্ডরিকসও দলে রয়েছেন। কুইন্টন ডি কক, এইডেন মার্করামের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা থাকায় দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার বেশ শক্তিশালীই। এই প্রথম দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন ট্রিস্টান স্টাবস।
দক্ষিণ আফ্রিকার টি ২০ বিশ্বকাপের দল- তেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), রিজা হেন্ডরিকস, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, ডোয়েইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাডা, রিলি রসৌ, তাবরেজ শামসি, ট্রিস্টান স্টাবস
রিজার্ভ- বিয়র্ন ফরচুইন, মার্কো জানসেন ও আন্ডিলে ফেহলাকওয়াইও
আগামী ১১ সেপ্টেম্বর এশিয়া কাপ শেষ হচ্ছে। এরপরে প্রায় সঙ্গে সঙ্গেই ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। অজিদের মতো প্রোটিয়াদের বিরুদ্ধেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজিত হবে। তিরুঅনন্তপুরমে ২৮ সেপ্টেম্বর প্রথম টি-টোয়েন্টি, গুয়াহাটিতে ১ অক্টোবর দ্বিতীয় এবং ইন্দোরে ৩ অক্টোবর তৃতীয় ম্যাচ খেলা হবে। এখানেই শেষ নয়, প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজও খেলবে ভারতীয় দল।