Sri Lanka Tour of India: বদলে গেল ভারত-শ্রীলঙ্কা সিরিজের সূচি, ঘোষণা সৌরভের বোর্ডের
ভারত (India) ও শ্রীলঙ্কার (Sri Lanka) মধ্যে টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজের সময়সূচিতে পরিবর্তন ঘোষণা করেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI)।
কলকাতা: অনুরোধ করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সেই অনুরোধ রেখে বদলে গেল ভারত-শ্রীলঙ্কা (Ind vs SL) সিরিজের সূচি।
ভারত (India) ও শ্রীলঙ্কার (Sri Lanka) মধ্যে টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজের সময়সূচিতে পরিবর্তন ঘোষণা করেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI)। শ্রীলঙ্কা দলের ভারত সফর ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। মোহালিতে ৪ মার্চ থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে। মোহালিতে (Mohali) ১০০তম টেস্ট ম্যাচ খেলবেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। দুই দলের মধ্যে সিরিজটি আগে ২৬ ফেব্রুয়ারি থেকে টেস্ট ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এখন সূচি পরিবর্তন করে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সফর শুরু হচ্ছে।
জানা গিয়েছে যে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অনুরোধে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দল বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছে। তাদের জৈব সুরক্ষা বলয় বজায় রাখতে সুবিধা হবে যদি ভারতের বিরুদ্ধে শুরুতে টি-টোয়েন্টি সিরিজ খেলা হয়। ভারতও এই সিরিজের ঠিক আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এই পরিস্থিতিতে, উভয় দলের জন্য এই জৈব-সুরক্ষা বলয়ে স্থানান্তরিত হওয়া সহজ হবে।
ভারত ও শ্রীলঙ্কার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে বেঙ্গালুরুতে । এই ম্যাচ নৈশালোকে গোলাপি বলে খেলা হবে বলে আগেই জানিয়ে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড । মোহালিতে কেরিয়ারের একশোতম টেস্ট খেলবেন বিরাট কোহলি। সেই ম্যাচ ঘিরে এখন থেকেই তৈরি হয়েছে উন্মাদনা ।
নতুন সূচি:
- ২৪ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, প্রথম টি-টোয়েন্টি ম্যাচ, লখনউ
- ২৬ ফেব্রুয়ারি, শনিবার, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ, ধর্মশালা
- ২৭ ফেব্রুয়ারি, রবিবার, তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ, ধর্মশালা
- প্রথম টেস্ট, ৪-৮ মার্চ, মোহালি
- দ্বিতীয় টেস্ট, ১২-১৬ মার্চ, বেঙ্গালুরু