IND vs SA: আইপিএলের পরই প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে রোহিতরা
IND vs SA: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের পরই আইপিএল শুরু হবে। এরপরই টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে।
মুম্বই: আইপিএলের পরই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার (south africa) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ভারত। ৫ ম্যাচের সেই সিরিজের জন্য ভেনু ঘোষণা করল বিসিসিআই। চলতি বছর জুনেই এই সিরিজ খেলতে নামবে রোহিত বাহিনী। ৫টি ম্যাচ হবে যথাক্রমে কটক, বিশাখাপত্তনম, দিল্লি, রাজকোট, চেন্নাই।
বিসিসিআইয়ের অফিশিয়াল যে ওয়েবসাইট রয়েছে, সেখানে লেখা রয়েছে ৯ জুন থেকে সিরিজ শুরু হতে চলেছে। শেষ ম্যাচটি খেলা হবে ১৯ জুন। ২ দলের কাছেই এই টি-টোয়েন্টি সিরিজ অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সিরিজটি প্রস্তুতি হিসেবে নিতে পারবে ২ দলই।
রোহিত শর্মার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ২ টো টি-টোয়েন্টি পরপর জিতেছে ভারত। টেস্টেও হারতে হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত বছর তাদেরই দেশে গিয়ে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে হারতে হয়েছিল ভারতীয় দলকে। এবার ঘরের মাঠে পাল্টা প্রতিশোধের পালা রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের কাছে।
এদিকে, এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজে দর্শকশূন্য মাঠে খেলা হলেও মোহালি টেস্টে ৫০ শতাংশ দর্শকের অনুমতি মিলেছে। এ ব্যাপারে নিজেই বিবৃতি দিয়ে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
নিজের বিবৃতিতে সৌরভ জানিয়েছেন, ''বিরাট কোহলির ১০০ তম টেস্ট ম্যাচে বোর্ডের তরফে কোনও বিধিনিষেধ থাকছে না। আমরা অ্যাসোসিয়েশনকে জানিয়েছি যে রাজ্য সরকারের নিয়মেই মাঠে দর্শক অনুমতি দিতে। আমি পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে কথা বলেছিলাম। মোহালির মাঠে দর্শক থাকবে।''
বোর্ড সচিব জয় শাহ বলেন, ''পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে আমরা কথা বলেছি। ৫০ শতাংশ দর্শক থাকবে মাঠে। ক্লোজ ডোর ম্যাচ হচ্ছে না এখানে।
আরো পড়ুন: কাল শততম টেস্টে নামছেন কোহলি, শুভেচ্ছাবার্তা সৌরভ, সচিন, দ্রাবিড়ের