(Source: Poll of Polls)
Indian Women Team Coach: বিতর্ক মিটিয়ে ফের ঝুলনদের কোচ হলেন রমেশ পওয়ার
ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ হিসেবে আগেরবার অল্প দিনই কাজ করেছিলেন পওয়ার। তাঁর কোচিংয়েই ২০১৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ১৪টা ম্যাচ জিতে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছিল ভারত।
মুম্বই: জাতীয় দলের প্রাক্তন স্পিনার রমেশ পওয়ারের হাতে বৃহস্পতিবার দেশের মহিলা ক্রিকেট দলের দায়িত্ব তুলে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এদিন একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে একথা ঘোষণা করা হয়েছে। ভারতের মহিলা ক্রিকেট দলের দায়িত্বে আর ফেরা হল না প্রাক্তন হেড কোচ ডব্লিউ ভি রামনের। ভারতের মহিলা ক্রিকেটে আবার আসতে চলেছে পওয়ারের যুগ।
ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বুধবারই বলা হয়েছিল, দুদিনের মধ্যে ভারতীয় মহিলা দলের কোচের নাম ঘোষণা করা হবে। বৃহস্পতিবার বিসিসিআই-এর কাছে নিজেদের পছন্দের নামের তালিকা তুলে দেয় মদন লালের ক্রিকেট অ্যাডভাইসারি কমিটি। ৩৫ জন কোচের মধ্যে থেকে ভারতের মহিলা দলের কোচ হিসাবে বেছে নেওয়া হল রমেশ পওয়ারকে।
এর আগে ২০১৮ সালে ভারতের মহিলা দলের কোচ নিযুক্ত হয়েছিলেন রমেশ পওয়ার। সেই সময় জাতীয় দলের অধিনায়ক মিতালি রাজের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন তিনি। মিতালি রাজ অভিযোগ করেছিলেন, পওয়ার তাঁর ক্রিকেট কেরিয়ার শেষ করে দিতে চান। সেই সময় ভারতের মহিলা দলের দায়িত্ব দেওয়া হয় রামনকে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজ ১-৪ হারতে হয়েছিল ভারতকে। টি-টোয়েন্টি সিরিজেও হারতে হয়েছিল ভারতকে। তখন থেকেই রামনকে সরানোর একটা কথা চলছিল। ইংল্যান্ড সফরের আগে ভারত নিজেদের নতুন কোচের নাম ঘোষণা করে দিল।
পওয়ারের সঙ্গে যখন মিতালি রাজদের সমস্যা হচ্ছিল, তখল পওয়ারকে সমর্থন করেছিলেন ভারতীয় দলের বেশ কিছু ক্রিকেটার। ফের ভারতীয় মহিলা দলের দায়িত্ব পেলেন রমেশ পওয়ারই। সামনেই ইংল্যান্ড সফর। ১৮ই মে মুম্বইয়ে ভারতীয় মহিলা দলকে একত্রিত করে দু’সপ্তাহের জন্য কোয়ারেন্টিনে পাঠানো হবে। ভারতের মহিলা দল ইংল্যান্ডে একটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ হিসেবে আগেরবার অল্প দিনই কাজ করেছিলেন পওয়ার। তাঁর কোচিংয়েই ২০১৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ১৪টা ম্যাচ জিতে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছিল ভারত।