এক্সপ্লোর
Yuvraj Singh: বোর্ডের অনমুতি মিলল না, ঘরোয়া ক্রিকেটে ফেরা হচ্ছে না যুবরাজের
এখনই ক্রিকেটে ফেরা হচ্ছে না যুবরাজ সিংহর। ঘরোয়া ক্রিকেট খেলতে চেয়ে যুবরাজ ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছিলেন । কিন্তু সেই অনুমতি দিল না বোর্ড।

পঞ্জাব: এখনই ক্রিকেটে ফেরা হচ্ছে না যুবরাজ সিংহর। ঘরোয়া ক্রিকেট খেলতে চেয়ে যুবরাজ ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছিলেন । কিন্তু সেই অনুমতি দিল না বোর্ড।
পঞ্জাব ক্রিকেট অ্যাসসিয়েশনও আর অপেক্ষা করেনি। তারা সৈয়দ মুস্তাক আলি ট্রফির দল ঘোষণা করে দিয়েছে। সেই দলে যুবরাজ সিংহের নাম নেই। ১০ জানুয়ারি থেকে মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতা শুরু হচ্ছে। পঞ্জাবের সব ম্যাচ কর্নাটকের আলুরে। ২ জানুয়ারি গোটা দল আলুরে জড়ো হবে। পঞ্জাবের অধিনায়ক বাছা হয়েছে মনদীপ সিংহকে। যুবরাজের ব্যাপারে পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব পুনিত বালি বলেন, ‘‘যুবরাজ সিংহর বিষয়টা এখনও বিসিসিআই দেখছে।’’
এখনই ঘরোয়া ক্রিকেটে ফেরা হচ্ছে না ভারতের প্রাক্তন তারকা যুবরাজের। ১০ই জানুয়ারি থেকে শুরু হবে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। পঞ্জাবের হয়ে খেলার কথা ছিল ২০১১ বিশ্বকাপের ম্যান অফ দ্য সিরিজের। কিন্তু শেষপর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের থেকে অনুমতি না পাওয়ায় ক্রিকেট মাঠে ফিরতে পারছেন না তিনি। ২০১৯ বিশ্বকাপ চলার সময়ই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন যুবি। সেই বিশ্বকাপে দলে সুযোগ না পাওয়ায় রীতিমতো দুঃখ পেয়েছিলেন বলেই মন্তব্য করেছিলেন ঘনিষ্ঠমহলে।
অবসর নেওয়ার পর তাঁকে কানাডার গ্লোবাল টি-২০ লিগে খেলার অনুমতি দিয়েছিল বোর্ড। নিয়ম অনুযায়ী, ভারতীয় ক্রিকেটাররা সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলে তবেই বিদেশি লিগে খেলতে পারবেন। তবে সোমবার তাকে বাদ দিয়েই দল ঘোষণা করেছে পঞ্জাব ক্রিকেট সংস্থা। এর আগে পঞ্জাবের ৩০ জনের দলে নাম ঘোষণা করা হয়েছিল তাঁর। পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুরোধে সৈয়দ মুস্তাকে খেলার সিদ্ধান্ত নেন যুবরাজ। শুরু করে দিয়েছিলেন অনুশীলনও। তবে শেষ পর্যন্ত ভাগ্য সহায় হল না সীমিত ওভারের ক্রিকেটে ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যানের।
পুরো দল: মনদীপ সিংহ, গুরকিরাত মান, রোহন মারওয়া, অভিনব শর্মা, প্রভসিমনর সিংহ, আনমোলপ্রীত সিংহ, আনমোল মলহোত্র, সনবীর সিংহ, সন্দীপ শর্মা, করণ কাইলা, ময়াঙ্ক মারকান্ডে, অভিষেক শর্মা, রমনদীপ সিংহ, সিদ্ধার্থ কউল, বারিন্দার স্রান, অর্শদীপ সিংহ, হরপ্রীত ব্রার, বলতেজ ধান্দা, কৃষাণ, গীতাংশ খেরা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement
