Ishan Kishan: চাহারের পর ব্যক্তিগত কারণে ভারতীয় দল থেকে সরলেন ঈশান, পরিবর্ত হিসাবে ডাক পেলেন কে?
IND vs SA: ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, ব্যক্তিগত কারণে বোর্ডের কাছে ছুটির জন্য আবেদন করেছিলেন মহেন্দ্র সিংহ ধোনির পর রাঁচি থেকে উঠে আসা এই উইকেটকিপার-ব্যাটার।
জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই সরে দাঁড়ালেন ভারতীয় (IND vs SA) দলের উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণ (Ishan Kishan)। তাঁর পরিবর্তে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলে নেওয়া হল কে এস ভরতকে।
ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, ব্যক্তিগত কারণে বোর্ডের কাছে ছুটির জন্য আবেদন করেছিলেন মহেন্দ্র সিংহ ধোনির পর রাঁচি থেকে উঠে আসা এই উইকেটকিপার-ব্যাটার। তাঁর সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। টেস্ট সিরিজের দল থেকে বাদ দেওয়া হয়েছে ঈশানকে। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে কে এস ভরতকে। এক সময় যাঁকে খেলানোর জন্য ঋদ্ধিমান সাহাকে বাদ দেওয়া হয়েছিল। বঙ্গ উইকেটকিপারকে বলেই দেওয়া হয়েছিল যে, ভবিষ্যতের নকশায় তিনি নেই। ভরতকে টেস্ট দলের জন্য শিবিরে রেখে তৈরি করে নেওয়া হবে। যা নিয়ে বিতর্কে তোলপাড় হয়েছিল ভারতীয় ক্রিকেট।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) টেস্ট দলে মহম্মদ শামির (Mohammed Shami) নাম থাকলেও, তখনই বোর্ডের তরফে জানানো হয়েছিল তাঁর খেলা বা না খেলাটা ফিটনেসের উপর নির্ভরশীল। শেষমেশ ফিট হতে পারলেন না শামি। অপরদিকে, ভারতে ওয়ান ডে দলে সুযোগ পেয়েছিলেন দীপক চাহার (Deepak Chahar)। কিন্তু ব্য়ক্তিগত কারণে তিনি ওয়ান ডে সিরিজ় থেকে নাম সরিয়ে নিয়েছেন।
শামির চোট প্রসঙ্গে বিসিসিআইয়ের তরফে জানানো হয়, 'টেস্ট সিরিজ়ে মহম্মদ শামির খেলা বা না খেলাটা তাঁর ফিটনেসের উপর নির্ভরশীল ছিল। কিন্তু বিসিসিআইয়ের মেডিক্যাল দল তাঁকে ফিটনেসের ছাড়পত্র দেয়নি। সেই কারণেই দুই ম্যাচের টেস্ট সিরিজ়ে অংশগ্রহণ করতে পারবেন না তিনি।'
দীপক চাহারের চোট নেই। কিন্তু তাঁর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে খেলা নিয়েও সংশয় ছিলই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়েই তিনি দ্রুত ক্যাম্প ছেড়ে বাড়ি ফিরে গিয়েছিলেন। চাহারের বাবার শারীরিক অবস্থা ভাল না। সেই কারণে তিনি ওয়ান ডে সিরিজ় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিসিসিআইয়ের তরফে আজ সরকারিভাবে দুই সিদ্ধান্তের কথাই জানিয়ে দেওয়া হয়েছে। চাহারের বদলে জাতীয় দলে সুযোগ পেয়েছেন বাংলার আকাশ দীপ (Akash Deep)।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য নির্বাচিত ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রুতুরাজ গায়কোয়াড়, কে এল রাহুল (উইকেটকিপার), আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, যশপ্রীত বুমরা (সহ অধিনায়ক), প্রসিদ্ধ কৃষ্ণ ও কে এস ভরত (উইকেটকিপার)।
আরও পড়ুন: মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়লেন ফুটবলার, বন্ধ করে দিতে হল ম্যাচ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে