Ganguly Tribute to Yashpal Sharma: ‘ওঁনার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল’, প্রয়াত যশপাল শর্মাকে ট্যুইটারে শ্রদ্ধা সৌরভের
তিরাশির বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যশপাল শর্মা মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। নিজের ট্যুইটারে সৌরভ গঙ্গোপাধ্যায় শ্রদ্ধা জানালেন প্রাক্তন এই ক্রিকেটারকে।
কলকাতা: প্রয়াত প্রাক্তন ক্রিকেটার যশপাল শর্মাকে শ্রদ্ধা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিরাশির বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যশপাল শর্মা মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তাঁকে শ্রদ্ধা জানাতে গিয়ে নিজের ট্যুইটারে বিসিসিআই সভাপতি যশপালের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতাও বর্ণনা করেন।
Sad to hear the news of yashpal Sharma ..had the opportunity to work with him as captain,player and then on TV .A very important part of 1983 win which showed young players like us dream of trophies..RIP🙏
— Sourav Ganguly (@SGanguly99) July 13, 2021
সৌরভ নিজের ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, ‘যশপাল শর্মার মৃত্যুর খবরে ভীষণ দুঃখ পেয়েছি। ওঁনার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল যখন আমি অধিনায়ক ছিলাম। ক্রিকেট ছাড়ার পর টিভিতেও কাজ করেছিলাম। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন যশপাল শর্মা। যেই জয় আমাদের মতো তরুণদের পরবর্তীতে ট্রফি জয়ে আরও উদ্বুদ্ধ করেছিল।’
সৌরভ যখন অধিনায়ক ছিলেন ভারতীয় ক্রিকেট দলের, তখন নির্বাচক প্যানেলে ছিলেন যশপাল। ক্রিকেট ছাড়ার পর ২ জনেই ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে টিভি চ্যানেলেও একসঙ্গে কাজ করেছেন।
১৯৭৮ থেকে ১৯৮৫ পর্যন্ত ভারতীয় দলের হয়ে খেলেছেন যশপাল। ১৯৭৮ সালের ১৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয় তাঁর। শেষ একদিনের আন্তর্জাতিক ১৯৮৫ সালের ২৭ জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে। ১৯৭৯ সালের ২ ডিসেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় যশপালের। ১৯৮৩ সালের ৩ নভেম্বর থেকে শুরু হওয়া টেস্টই এই ফর্ম্যাটে তাঁর জীবনের শেষ ম্যাচ।
ভারতের হয়ে ৩৭ টেস্টে ১,৬০৬ রান করেন যশপাল। তাঁর ব্যাটিং গড় ৩৩.৪৫। দু’টি শতরান এবং ৯টি অর্ধশতরান করেন তিনি। সর্বোচ্চ স্কোর ১৪০। ৪২টি একদিনের আন্তর্জাতিকে ২৮.৪৮ গড়ে ৮৮৩ রান করেন যশপাল। তিনি চারটি অর্ধশতরান করেন। সর্বোচ্চ স্কোর ৮৯।
ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিসিসিআই, পঞ্জাব ও হরিয়ানা ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত ছিলেন যশপাল। তাঁকে বিভিন্ন ভূমিকায় দেখা গিয়েছে।
যশপালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তিরাশির বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক কপিল দেব। এছাড়া প্রাক্তন ও ভারতীয় ক্রিকেটাররা শেষ শ্রদ্ধা জানিয়েছেন যশপাল শর্মাকে।