দিনরাতের টেস্ট খেলবে? বাংলাদেশকে প্রস্তাব ভারতের
বোর্ডের মসনদে বসেই নিজের কথা মতো কাজ শুরু করে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
কলকাতা: যেমন কথা, তেমন কাজ। বোর্ডের ক্ষমতা পেয়েই নিজের কথা মতো কাজ শুরু করে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শোনা যাচ্ছে, ইডেনে ভারত বনাম বাংলাদেশ টেস্ট নাকি হবে দিনরাতের! আর যদি সেটা হয়, তাহলে এটাই হবে ভারতের মাটিতে প্রথম গোলাপি বলের টেস্ট ম্যাচ। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে গোলাপি বল ও দিনরাতের ফরম্যাট আগেই চালু করেছে অস্ট্রেলিয়া। অ্যাশেজের সেই টেস্টের আকর্ষণই ছিল আলাদা। চলতি টেস্ট চ্যাম্পয়িনশিপেও গোলাপি বলের টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। ভারত এতদিন পর্যন্ত প্রস্তুতিকে ঢাল করে দিনরাতের টেস্ট খেলা থেকে নিজেদের বিরত রেখেছে। রবি শাস্ত্রীরা বোর্ডকে সরাসরি জানিয়েছেন, নৈশালোকের টেস্ট খেলার জন্য দল এখনও প্রস্তুত নয়। সৌরভ ক্ষমতায় আসার পরই ছবিটা যেন পাল্টাতে শুরু করেছে। সূত্রের খবর, ভারতীয় দল ইতিমধ্যেই মনস্থির করে ফেলেছে দিনরাতের টেস্ট তারা খেলবে। এখন স্রেফ বাংলাদেশের সম্মতির অপেক্ষা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মতি পেলেই ঐতিহাসিক সন্ধিক্ষণের সম্মুখীন হবে ভারতীয় টেস্ট ক্রিকেট। বিসিবি চেয়ারম্যান (অপারেশনাল) আক্রম খান সংবাদসংস্থাকে জানিয়েছেন, তাঁরা ভারতীয় বোর্ডের তরফে দিনেরাতের টেস্ট খেলার প্রস্তাব পেয়েছেন। দিন দুয়েক আগে তাঁদের সেই প্রস্তাব দিয়েছে সৌরভের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বিসিবি কয়েকদিনের মধ্যেই তাদের সিদ্ধান্ত জানাবে বলেও জানিয়েছেন আক্রম।
দিনরাতের টেস্ট খেলা প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজিমুদ্দিন চৌধুরি জানিয়েছেন, “প্রথমে আমাদের ক্রিকেটার এবং ম্যানেজমেন্টের সম্মতি নিতে হবে। এটা পুরোপুরিই টেকনিক্যাল একটি বিষয়। গোলাপি বলের টেস্ট খেলার জন্য এক ধরনের প্রস্তুতির প্রয়োজন তো হয়ই।”
৩ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম বাংলাদেশ সিরিজ। তার আগেই এদেশে পা রাখবে টাইগাররা। প্রথমে টি-টোয়েন্টি এবং পরে টেস্ট খেলবে বাংলাদেশ। সব ঠিক থাকলে, ইডেনে অনুষ্ঠিত হতে চলা ম্যাচটিই হতে চলেছে ভারতের মাটিতে প্রথম দিনরাতের টেস্ট।
উল্লেখ্য, এই ইডেনে ইতিমধ্যেই কিন্তু একটি গোলাপি বলের প্রথম শ্রেণির ম্যাচ হয়ে গিয়েছে। তবে সেটি স্থানীয় ক্রিকেটে। সিএবি আয়োজিত সুপার লিগের ফাইনাল হয়েছিল গোলাপি বলে। মোহনবাগান বনাম ভবানীপুরের সেই ম্যাচটি হয়েছিল দিনরাতের। সেই ম্যাচ ২৯৬ রানে জিতেছিল মোহনবাগান।