এক্সপ্লোর
বিদেশে লিগ খেলতে ঝুলনদের অনুমতি দেওয়ার পথে বোর্ড

নয়াদিল্লি: ভারতের মহিলা ক্রিকেটারদের জন্য সুখবর। প্রথমে প্রমীলা বাহিনীর সদস্যদের সেন্ট্রাল কন্ট্র্যাক্ট দেওয়ার ঘোষণার পর এবার বিদেশে গিয়ে মহিলাদের বিগ ব্যাশ লিগে (ডব্লিউবিবিএল) খেলার অনুমতি দেওয়ার পথে ভারতীয় ক্রকেট বোর্ড। বুধবার বোর্ডের মহিলা ক্রিকেট কমিটির বৈঠকে স্থির হয় যে, ক্রিকেটারদের চুক্তি অনুমোদিত হয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের লিগে খেলতে মিথালি রাজ-ঝুলন গোস্বামীদের কোনও বাধা আসবে না। তবে, তার আগে বোর্ডের থেকে অনুমতি নিতে হবে। তবে, অনেকেই মনে করছেন, এই সিদ্ধান্ত নিতে বেশি দেরী করে ফেলল বিসিসিআই। কারণ, আগামী ৩০ জুলাই থেকে ১৪ আগস্ট শুরু হচ্ছে প্রথম উইমেন্স সুপার লিগ (ডব্লিউএসএল)। সেখানে ভারতীয় মহিলা ক্রিকেটারদের অংশগ্রহণ করাটা এখন আর সম্ভব বলে মনে হচ্ছে না।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















