U19 World Cup: আমদাবাদে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে সংবর্ধনা জানাবে বিসিসিআই
U19 World Cup: সেই মতোই দলের প্রত্যেক প্লেয়ারের জন্য ৪০ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার দেওযা হবে আমদাবাদে। এছাড়া সাপোর্ট স্টাফদের প্রত্যেককে ২৫ লক্ষ টাকা করে পুরস্কৃত করা হবে।
মুম্বই: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে যুব ভারতীয় দল। বোর্ডের পক্ষ থেকে আগেই আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের প্লেয়ারদের জন্য়। সেই মতোই দলের প্রত্যেক প্লেয়ারের জন্য ৪০ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার দেওযা হবে আমদাবাদে। এছাড়া সাপোর্ট স্টাফদের প্রত্যেককে ২৫ লক্ষ টাকা করে পুরস্কৃত করা হবে। যুব বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর গায়ানায় হাই কমিশনারের অফিসে গিয়েছিল যুব ভারতীয় দলের সদস্যরা।
আমদাবাদে সিনিয়র ভারতীয় ক্রিকেট দলের এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ চলছে। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে সেখানে ভারতীয় দল। গতকাল প্রথম ওয়ান ডে ম্যাচে জয়ও পেয়েছে রোহিত শর্মার টিম। মনে করা হচ্ছে যে যুব দল আমদাবাদ নামলে তাঁদের সঙ্গে দেখাও করতে পারেন বিরাটরা। ৪ উইকেটে ইংল্যান্ডকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। এই নিয়ে আটবার ফাইনালে উঠে পাঁচবার খেতাব জিতেছে যুব ভারতীয় দল।
২০০০, ২০০৮,২০১২, ২০১৮ সালের পর ফের ২০২২। এই নিয়ে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। ফাইনালে টসে জিতে ব্যাটিং নেয় ইংল্যান্ড। রাজ বাওয়া ও রবি কুমারের দুরন্ত বোলিংয়ে সেভাবে সুবিধা করতে পারেননি ইংল্যান্ডের ব্যাটাররা। একটা সময় ৯১ রানে ৭ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। শেষপর্যন্ত ১৮৯ রানেই গুটিয়ে যায় ইনিংস। রাজের ঝুলিতে ৫ উইকেট ও রবি নেন চার উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভাল হয়নি। দ্বিতীয় বলেই ফিরে যান ছন্দে থাকা অঙ্গক্রিশ রঘুবংশী। পঞ্চম উইকেটে নিশান্ত সিন্ধু এবং রাজ মিলে ৬৭ রানের জুটি গড়ে ভারতের জয়ের ভিত তৈরি করে দেন। ভারতীয় ব্যাটাররা মাথা ঠান্ডা রেখে ম্যাচ বার করে নেন।
আরও পড়ুন: 'ব্যক্তিগত অঙ্গহানি যেন...' 'লতা-দিদির' প্রয়াণে শোকবিহ্বল সচিন