BCCI Wishes Virat: আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ বছর পূর্ণ, বিরাটকে শুভেচ্ছা বিসিসিআইয়ের
২০০৮ সালে আজকের দিনেই ডাম্বুলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বিরাটের। ওয়ান ডে ক্রিকেটে প্রথমবার খেলতে নেমেছিলেন ভারত অধিনায়ক।
মুম্বই: দেখতে দেখতে ১৩ বছর পার। আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ বছর পূর্ণ করে ফেললেন বিরাট কোহলি। ২০০৮ সালে আজকের দিনেই ডাম্বুলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বিরাটের। ওয়ান ডে ক্রিকেটে প্রথমবার খেলতে নেমেছিলেন ভারত অধিনায়ক। বিসিসিআইয়ের তরফে এই বিশেষ দিনটিতে বিরাটকে শুভেচ্ছা জানানো হল।
আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ১৩ বছর অতিক্রম করা বিরাটের ছবি ও কিছু তথ্য দিয়ে নিজেদের ইনস্টাগ্রাম ও ট্যুইটারে পোস্ট করেছে বিসিসিআই। এই সময়ের অন্যতম সেরা ক্রিকেটার আখ্যা দিয়ে বিরাটের ছবির সঙ্গে বিসিসিআইয়ের ট্যুইটারে লেখা হয়েছে, '১৩ বছর আগে আজকের দিনেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন বিরাট কোহলি। সালটা ছিল ২০০৮। ৪৩৮টি আন্তর্জাতিক ম্যাচ ও ২২ হাজার ৯৩৭ রান তাঁর নামের পাশে রয়েছে। ভারত অধিনায়ক এই সময়ের অন্যতম সেরা ক্রিকেটার।'
#OnThisDay in 2008, @imVkohli made his debut in international cricket.
— BCCI (@BCCI) August 18, 2021
13 years later, with 4⃣3⃣8⃣ international matches & 2⃣2⃣,9⃣3⃣7⃣ runs under his belt, the #TeamIndia captain remains one of the finest cricketers going around. 👏 🙌 pic.twitter.com/hQaihyNQJF
২০০৮ সালে যুব বিশ্বকাপ জিতেছিলেন বিরাট। এরপরই দিল্লির ডানহাতি এই ব্যাটসম্যান জাতীয় দলের টিকিট পান। শ্রীলঙ্কা সিরিজে ৫টি ওয়ান ডে ম্য়াচে নেমেছিলেন বিরাট। ওপেন করেছিলেন প্রত্যেক ম্য়াচেই। কলম্বোয় চতুর্থ ওয়ান ডে ম্যাচে নিজের কেরিয়ারের প্রথম অর্ধশতরান হাঁকান বিরাট। যদিও এরপরের কয়েকটি সিরিজে দল থেকে খারাপ পারফরম্যান্সের জন্য বাদ পড়েছিলেন। তবে শ্রীলঙ্কায় আয়োজিত ত্রিদেশীয় সিরিজে ফের একবার সুযোগ পান। ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ৭৯ রানের ইনিংস খেলেছিলেন কোহলি। সেটাই তাঁর আন্তর্জাতিক মঞ্চে প্রথম বড় স্কোর। ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০৭ রানের ইনিংস খেলেছিলেন বিরাট। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।
এরপর ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথমবার টেস্টে অভিষেক হয় কোহলির। ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে টেস্টে প্রথম শতরান হাঁকিয়েছিলেন তিনি। ২০১৪-১৫ অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই মহেন্দ্র সিংহ ধোনি সরে দাঁড়ানোর পর টেস্টে জাতীয় দলের নেতৃত্বাভার পান বিরাট। ২০১৭ সাল থেকে তিন ফর্ম্যাটেই জাতীয় দলের অধিনায়ক হিসেবে কাজ করছেন তিনি।