Eden Hazard Retirement : 'একটা পাতা উল্টাল' আবেগঘন বার্তায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর এডেন অ্যাজারের
FIFA World Cup : বেলজিয়ামের জার্সিতে ১২৬ ম্যাচে খেলেছেন তিনি। গোল করেছেন ৩৩ টি। আন্তর্জাতিক কেরিয়ারে ৫৬ ম্যাচে বেলজিয়ামের অধিনায়কত্বও করেছেন অ্যাজার।
![Eden Hazard Retirement : 'একটা পাতা উল্টাল' আবেগঘন বার্তায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর এডেন অ্যাজারের Belgium Star Eden Hazard Announces Retirement From International Football know details Eden Hazard Retirement : 'একটা পাতা উল্টাল' আবেগঘন বার্তায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর এডেন অ্যাজারের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/07/977e78b19f650f62b8795dde3608c6ba167042779448952_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ব্রাসেলস : বিশ্বকাপের (World Cup 2022) গ্রুপপর্ব থেকে অবাক বিদায় বেলজিয়ামের (Belgium)। যার পরই বিশ্বকাপের মাঝেই আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে ইতি টানলেন এডেন অ্যাজার (Eden Hazard)। সোশাল সাইটে দেওয়া আবেগঘন বার্তায় বেলজিয়ামে ফুটবলার তাঁর সিদ্ধান্ত জানিয়েছেন।
২০০৮ সালে ১৭ বছর বয়সে রেড ডেভিলসের জার্সি গায়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল এডেন অ্যাজারের। বেলজিয়ামের জার্সিতে ১২৬ ম্যাচে খেলেছেন তিনি। গোল করেছেন ৩৩ টি। আন্তর্জাতিক কেরিয়ারে ৫৬ ম্যাচে বেলজিয়ামের অধিনায়কত্বও করেছেন অ্যাজার। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে সব ম্যাচে খেললেও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি অ্যাজার। পাননি কোনও গোলও। চোটে চোটে জর্জরিত এডেনের ম্যাচ ফিটনেসের অভাবও দেখা গিয়েছে।
যেখানে তিনি লেখেন, 'আরও একটা পাতা উল্টাল। যে ভালবাসা পেয়েছি তার জন্য সকলকে ধন্যবাদ। আপনাদের সকলের সমর্থনের জন্য ধন্যবাদ। ২০০৮ থেকে যে খুশি ভাগ করে নিতে পেরেছি। সিদ্ধান্ত নিয়েছি আন্তর্জাতিক কেরিয়ার শেষ করার। দায়িত্ব গ্রহণের জন্য পরের প্রজন্ম তৈরি। সকলকে খুব মিস করব।'
View this post on Instagram
এডেন অ্যাজারের অবসরের ঘোষণার পর তাঁর বর্ণময়ের কেরিয়ারের জন্য শুভেচ্ছাবার্তা দিয়েছেন বেলজিয়াম দলের সতীর্থ কেভিন ডি ব্রুইন। তাঁর বার্তা, 'দুরন্ত এক যাত্রা শেষ করলে। অভিনন্দন। ক্যাপি (অধিনায়ক) তোমাকে মিস করব।' প্রসঙ্গত, রিপোর্ট অনুযায়ী মরক্কোর বিরুদ্ধে অপ্রত্যাশিত পরাজয়ের পরে সাজঘরে বেলজিয়াম খেলোয়াড়দের মধ্যেই কথা কাটাকাটি হয়। মূলত এডেন অ্যাজার (Eden Hazard) ও কেভিন দ্য ব্রুইনের মধ্যেই ঝামেলার খবর সামনে আসে।
আরও পড়ুন- বিশ্বের সেরা ফুটবলারকে ৯০ মিনিট দেখতে না পাওয়া লজ্জার! বিস্ফোরক রোনাল্ডোর বান্ধবী
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)