Ranji Trophy 2022: ২৫৫ রানে অল আউট বঢোদরা, ম্যাচ জিততে অভিমন্যুদের চাই ৩৪৯ রান
Ranji Trophy 2022: জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮৮ রানে অল আউট হয়ে যায় মনোজ তিওয়ারি, অভিমন্যু ঈশ্বরণরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৫৫ রানে অল আউট হয়ে যায় বঢোদরা।
কটক: রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বঢোদরার বিরুদ্ধে জিততে ৩৪৯ রান করতে হবে বাংলাকে। প্রথম ইনিংসে ১৮১ রানে অল আউট হয়ে গিয়েছিল বঢোদরা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮৮ রানে অল আউট হয়ে যায় মনোজ তিওয়ারি, অভিমন্যু ঈশ্বরণরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৫৫ রানে অল আউট হয়ে যায় বঢোদরা। বাংলার সামনে লক্ষ্য মাত্রা দাঁড়ায় ৩৪৯ রান।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলার বোলারদের সামনে ২৫৫ রান করে বঢোদরা। অর্ধশতরানের ইনিংস খেলেন উইকেট কিপার ব্যাটার মিতেশ পটেল। তিনিই দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেন। বাংলা বোলারদের মধ্যে সর্বাধিক ৩টি করে উইকেট নেন আকাশ দীপ ও ঈশান পােড়েল। ২ উইকেট নেন মুকেশ কুমার ও ১ উইকেট নেন শাহবাজ আহমেদ।
প্রথম দিনের শেষে ছিল আশার আলো ছিল। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বদলে গেল সব কিছু। দ্বিতীয় দিনের শেষে বাংলা শিবিরে নিকশ কালো আঁধার। বঢোদরার বিরুদ্ধে মাত্র ৮৮ রানে অল আউট হয়ে গেল বাংলা (Bengal vs Baroda)। রঞ্জি ট্রফির (Ranji Trophy) প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল বাংলার ব্যাটিং। মাত্র ৩৪.৩ ওভারে শেষ হয়ে গেল বাংলা। সর্বোচ্চ স্কোর অভিষেক ম্যাচ খেলতে নামা অভিষেক পোড়েল ও নবাগত সুদীপ ঘরামির। দুজনই ২১ রান করে করেছেন।