Senior National Championship: জাতীয় সিনিয়র তিরন্দাজিতে সাত বছর পর পদক বাংলার
Senior National Championship: ঝাড়গ্রাম আর্চারি অ্যাকাডেমির ছাত্র জুয়েল। অন্যদিকে অদিতি দোলা ও রাহুল ব্য়ানার্জী অ্যাকাডেমির ছাত্রী। অল ইন্ডিয়া পুলিশ দলের বিরুদ্ধে ম্যাচে টাই ব্রেকারে জয় পায় বাংলা।
শ্রীনগর: জম্মু কাশ্মীরে বসেছিল ৪১ তম সিনিয়র তিরন্দাজি চ্যাম্পিয়নশিপ। আর সেই চ্যাম্পিয়নশিপ থেকেই প্রায় ৭ বছর পর পদক পেল বাংলা। মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ মেডেল জিতলেন জুয়েল সরকার ও অদিতি জয়সওয়াল। ঝাড়গ্রাম আর্চারি অ্যাকাডেমির ছাত্র জুয়েল। অন্যদিকে অদিতি দোলা ও রাহুল ব্য়ানার্জী অ্যাকাডেমির ছাত্রী। অল ইন্ডিয়া পুলিশ দলের বিরুদ্ধে ম্যাচে টাই ব্রেকারে জয় ছিনিয়ে নেয় বাংলা দল।
অদিতির সাফল্য
অদিতি জয়সওয়াল শুধুমাত্র যে এখানে পদক জিতেছেন তাইই নয়, তিনি যোগ্যতা অর্জন করেছেন এশিয়ান গেমসের ট্রায়ালের জন্য। সোনেপথের সাইয়ের মাঠে ২৫ ও ২৭ মার্চ ট্রায়াল হবে এশিয়ান গেমসের। সেখানেই তিনি যোগ্যতা অর্জন করেছেন। কোয়ার্টার ফাইনালে যদিও দীপিকা কুমারির বিরুদ্ধে ৬-৪ ব্যবধানে হেরে যান তিনি।
অলিম্পিক্সে বাঙালির হতাশা
তিরন্দাজিতে বাংলার অতনু দাস গত বছর অলিম্পিক্সের মঞ্চে আশা জাগিয়েও পদক জিততে পারেননি। এরপরই সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে নিয়েছিলেন তিনি। অতনু লিখেছিলেন, ''দুঃখিত ভারতবর্ষ। আমি অলিম্পিক্স থেকে গৌরব আনতে পারলাম না।' সেই সঙ্গে হাত জোড় করার একটি ইমোজিও পোস্ট করেন বরানগরের তিরন্দাজ। সঙ্গে এ-ও লেখেন, 'স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, ভারতীয় তিরন্দাজি সংস্থা ও অলিম্পিক গোল্ড কোয়েস্টের কাছে যে সমর্থন পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। সামনের দিকে তাকানো ছাড়া আর কোনও উপায় নেই। জয় হিন্দ।''
বাংলার অতনু দাস অলিম্পিক্সের মঞ্চে ইতিহাস তৈরি করবেন, এমন স্বপ্নেই ডুবে ছিল বাংলা। শনিবার সকালেই অবশ্য সেই স্বপ্ন ভেঙে গেল। প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেলেন অতনু। প্রি-কোয়ার্টারে অতনুর প্রতিপক্ষ ছিলেন জাপানের তাকাহারু ফুরুকাওয়া। তাকাহারুর সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত ৬-৪-এ হেরে যান তিনি।