IPL 2022: নেট বোলার থেকে হায়দরাবাদ ক্যাম্প, বিরাট পরামর্শ মাথায় নিয়েই আইপিএলে নামছেন তরুণ পেসার
IPL 2022: বিরাট কোহলির (virat kohli) সংস্পর্শে এসেছিলেন। সেই অভিজ্ঞতা সঙ্গে নিয়েই এবার আইপিএলে খেলতে নামছেন তরুণ পেসার উমরান মালিক।
মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের সঙ্গে ছিলেন। নেট বোলার হিসেবে অস্ট্রেলিয়া উড়ে গিয়েছিলেন। সেখানেই তৎকালীন ভারত অধিনায়ক বিরাট কোহলির (virat kohli) সংস্পর্শে এসেছিলেন। সেই অভিজ্ঞতা সঙ্গে নিয়েই এবার আইপিএলে খেলতে নামছেন তরুণ পেসার উমরান মালিক। এবার সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলতে দেখা যাবে এই পেসারকে। তাঁকে রিটেন করেছিল সানরাইজার্স।
এবারের মরসুমে নামার আগে বিরাটের সঙ্গে কাটানো সময়। তাঁর পরামর্শকেই মেনে মাঠে নামতে চান উমরান। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ''ভারতীয় দলের শিবিরে থাকাকালিন আমাদের মধ্যে কথা হয়েছিল। তখন বিরাট আমাকে বলেছিলেন যে পরিশ্রম করে যেতে টানা। কোনওভাবেই পরিশ্রমে ফাঁকি দিতে না। যদি নিজের পারফরম্যান্স ঠিক রাখতে পারি, তবে কোনওভাবেই জাতীয় দলের টুপি পাওয়া আটকাবে না। আমি তা মাথায় রেখেছি। কারণ ওটাই লক্ষ্য।''
জম্মু কাশ্মীরের হয়ে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পর আইপিএলে সানরাইজার্স শিবিরে ডাক পেয়ে যান উমরান। ২২ বছরের তরুণ এই বোলার আগের মরসুমে সানরাইজার্স যোগ দিলেও মাত্র ৩টি ম্যাচই খেলার সুযোগ পেয়েছেন। এখনও পর্যন্ত আইপিএলে ২ উইকেট তুলে নিয়েছেন। কিন্তু তাঁর বোলিং বেশ নজর কেড়েছে সবার। বিশেষ করে গতি দিয়ে নাস্তানাবুদ করেছেন প্রচুর তাবড় তাবড় ব্য়াটারদের। এরপরই এবার নিলামের আগে কেন উইলিয়ামসন, আবদুল সামাদের সঙ্গে উমরান মালিককেও রেখে দেয় সানরাইজার্স দলে। আশা করা যাচ্ছে যে এবার প্রচুর ম্যাচ খেলার সুযোগ পাবেন এই তরুণ পেসার।
এদিকে, সামনে আইপিএল। আরসিবির বায়ো বাবলে যোগ দিলেন বিরাট কোহলি। ডু প্লেসির নেতৃত্বে খেলতে মুখিয়ে রয়েছেন। ‘আরসিবিকে নিলামে ডু প্লেসিকে নেওয়ার পরই তাঁকে মেসেজ করেছিলাম’, জানালেন বিরাট। উল্লেখ্য, গত মরসুমে শুরুর আগেই, বিরাট জানিয়ে দিয়েছিলেন যে তিনি আর আরসিবির নেতৃত্বভার সামলাবেন না। এরপরই ফাফ ডু প্লেসিকে দলে নিয়ে নতুন অধিনায়ক নির্বাচিত করা হয়।