এক্সপ্লোর
Advertisement
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের শেষ তিন ম্যাচের দলে ফিরলেন ভুবনেশ্বর, বুমরাহ, বাদ শামি
নয়াদিল্লি: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের শেষ তিন ম্যাচের জন্য ভারতীয় দলে ফেরানো হল দুই প্রথমসারির পেসার ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহকে। ওয়ার্কলোডের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৮১ ও ৫৯ রান দেওয়া পেসার মহম্মদ শামিকে বাদ দেওয়া হয়েছে। যদিও ৬৪ ও ৭৮ রান দেওয়ার পরেও দলে আছেন অপর পেসার উমেশ যাদব।
আজ অবশ্য ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি করে টি-২০ ম্যাচের দল বেছে নেওয়া হয়নি। এই দল বেছে নেওয়া হবে আগামীকাল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের সব ম্যাচেই খেললেও, টি-২০ সিরিজে বিরাট কোহলি খেলবেন কি না, সেটা এখনও স্পষ্ট নয়। ভারতীয় দলের অধিনায়ককে বিশ্রাম দেওয়া হতে পারে। এছাড়া অবশ্য টি-২০ দলে বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই ধারণা ক্রিকেটমহলের।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ তিন একদিনের ম্যাচের জন্য ঘোষিত ভারতীয় দল- বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধবন, অম্বাতি রায়াডু, ঋষভ পন্থ, মহেন্দ্র সিংহ ধোনি (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, খলিল আহমেদ, উমেশ যাদব, লোকেশ রাহুল ও মণীশ পাণ্ডে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
খবর
ক্রিকেট
Advertisement