এক্সপ্লোর
বিদ্যাসাগরের জোড়া গোল, বেঙ্গালুরুকে হারিয়ে ডুরান্ড কাপের শেষ চারে ইস্টবেঙ্গল
২১ অগাস্ট শেষ চারের ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ গোকুলম।

ফাইল ছবি
কলকাতা: গ্রুপের তিনটি ম্যাচই জিতে ডুরান্ড কাপের সেমি-ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। আজ গ্রুপ এ-তে নিজেদের শেষ ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে প্রথমে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে ২-১ গোলে ম্যাচ জিতে নিল লাল-হলুদ ব্রিগেড। জোড়া গোল করে সমর্থকদের মুখে হাসি ফোটালেন বিদ্যাসাগর সিংহ। বেঙ্গালুরুর হয়ে একটি গোল করেন অজয় ছেত্রী। ২১ অগাস্ট শেষ চারের ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ গোকুলম। এবারের ডুরান্ড কাপে নিজেদের প্রথম ম্যাচে আর্মি রেডকে ২-০ গোলে হারিয়ে দেয় ইস্টবেঙ্গল। সেই ম্যাচেও একটি গোল করেছিলেন বিদ্যাসাগর। অপর গোলটি ছিল হাইমে স্যান্টোস কোলাদোর। দ্বিতীয় ম্যাচে জামশেদপুরকে ৬-০ উড়িয়ে দেন লাল-হলুদ জার্সিধারীরা। দু’টি করে গোল কোলাদো ও বিদ্যাসাগরের। একটি করে গোল করেন পিন্টু মহতা ও হাওকিপ। আজ ড্র করলেই ইস্টবেঙ্গলের সেমি-ফাইনালে যাওয়া নিশ্চিত ছিল। তবে জিতেই মাঠ ছাড়লেন বিদ্যাসাগররা। তাঁরা ক্লাবের শতবর্ষে প্রথম ট্রফি জয়ের স্বপ্ন দেখাচ্ছেন সমর্থকদের। এদিন প্রথমার্ধে অবশ্য ভাল খেলতে পারেনি ইস্টবেঙ্গল। ১৭ মিনিটে গোল করে বেঙ্গালুরুকে এগিয়ে দেন ছেত্রী। প্রথমার্ধে সেই গোল শোধ করতে পারেনি ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই অবশ্য গোলের জন্য ঝাঁপায় লাল-হলুদ ব্রিগেড। হাওকিপের বদলে মাঠে নামা বিদ্যাসাগর ৫৯ মিনিটে বাঁ পায়ের দুরন্ত ভলিতে বল জালে জড়িয়ে দিয়ে ম্যাচে সমতা ফেরান। গোল শোধ করার পর আক্রমণে ঝাঁজ বাড়ে লাল-হলুদের। ৭৪ মিনিটে দলকে এগিয়ে দেন বিদ্যাসাগর। শেষপর্যন্ত ম্যাচের ফল হয় ২-১।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















