Novak Djokovic: ''শীর্ষে থেকেই মরসুমটা শেষ করতে চাই'', এটিপি ফাইনালের আগে লক্ষ্যস্থির জকোভিচের
ATP Tennis Ranking: চলতি বছরে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের সঙ্গে সঙ্গেই নাদালকে ছুঁযে ফেলেছিলেন জোকার। এরপর ইউএস ওপেন ও ফরাসি ওপেন জিতে সর্বাধিক গ্র্যান্ডস্লামের মালিক হন নোভাক।
তুরিন: টেনিস কেরিয়ারে ২৪টি গ্র্যান্ডস্লাম ঝুলিতে পুরে নিয়েছেন। এই মুহূর্তে পুরুষদের টেনিসের সর্বাধিক গ্র্যান্ডস্লাম জয়ের মালিক সার্বিয়না টেনিস তারকা। এটিপি ফাইনালের আগে এটিপি ক্রমতালিকায় শীর্ষস্থানে থেকে মরসুমে শেষ করাই লক্ষ্য নোভাক জকোভিচের (Novak Djokovic)। এক সাক্ষাৎকারে জোকার জানিয়েছেন, ''এই মুহূর্তে আমার সেরা লক্ষ্য় মরসুমটা শীর্ষে থেকেই শেষ করার। ক্রমতালিকায় ১ নম্বর স্থানে থাকতে চাই মরসুম শেষ করতে চাই। আশা করি তা পারব। আমার একটা জয় প্রয়োজন। আশা করি সেই লক্ষ্যে পৌঁছতে পারব। আমি টুর্নামেন্ট জিততে চাই।''
চলতি মরসুমে অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open 2023) জয়ের সঙ্গে সঙ্গে রাফায়েল নাদালের ২২টি গ্র্যান্ডস্লাম জয়ের নজির ছুঁয়েছিলেন জোকার। এরপর ইউএস ওপেন ও ফরাসি ওপেন খেতাব জিতে ঝুলিতে মোট ২৪টি গ্র্যান্ডস্লাম নিয়ে এই মুহূর্তে সবার ওপরে রয়েছেন সার্বিয়ান টেনিস তারকা। তুরিন এটিপি ফাইনালে যদি জিততে পারেন তবে এটি হবে জকোভিচের অষ্টম এটিপি ফাইনাল খেতাব জয়। এক্ষেত্রে তিনি টপকে যাবেন রজার ফেডেরারকে।
এই প্রসঙ্গে জকোভিচ জানিয়েছেন, ''আমি এই খেতাব সেরা ছাত্র হতে চাই। নম্বরের দিকেও নজর রয়েছে আমার। তবে এই মুহূর্তে আমি আমার পরবর্তী চ্যালেঞ্জের দিকেই ফোকাস রাখতে চাইছি।''
উল্লেখ্য, ফেডেরার, নাদাল ও জোকারকেই আধুনিক টেনিসের অন্য়তম সেরা তিন তারকা মানা হয়। ফেডেরার অবসর নেওয়ার পর এবার নাদাল ও জোকারের মধ্যে লড়াই। যদিও স্প্যানিশ তারকাকে গত এক বছরে গ্র্যান্ডস্লাম জয়ের নিরিখে টেক্কা দিয়ে দিয়েছেন সার্বিয়ান তারকা। এবার জোকারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন স্বয়ং নাদাল। এমনকী জকোভিচকেই টেনিসের ইতিহাসে বিশ্বের সর্বকালের সেরা প্লেয়ার হিসেবে বেছে নিয়েছিলেন নাদাল।