এক্সপ্লোর
Advertisement
ছক্কা মারার ভিডিও পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা হার্দিকের, পাল্টা বোল্ড করার কথা মনে করালেন জাহির
সেই ম্যাচে জাহিরের যে বলে ছক্কা মেরেছিলেন হার্দিক, ঠিক পরের বলেই তিনি বোল্ড হয়ে যান। সে কথা মনে করিয়ে দিয়েই তাঁর কটাক্ষের জবাব দেন জাহির।
মুম্বই: ভারতীয় দলের প্রাক্তন বাঁ হাতি পেসার জাহির খানকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে কটাক্ষ করে বসলেন হার্দিক পাণ্ড্য। পাল্টা তাঁকে কটাক্ষ করলেন জাহিরও। তাঁদের এই ট্যুইট-পাল্টা ট্যুইট ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে জোর আলোচনা। অনেকেই হার্দিকের সমালোচনায় সরব।
জাহিরের জন্মদিনে ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেন হার্দিক। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ঘরোয়া প্রতিযোগিতার একটি ম্যাচে জাহিরের বলে ছক্কা মারছেন তিনি। এই ভিডিওর সঙ্গে জাহিরকে উদ্দেশ্য করে হার্দিক লেখেন, ‘শুভ জন্মদিন জ্যাক। আমি যেভাবে তোমার বল মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছিলাম, আশা করি জন্মদিন সেভাবেই কাটিয়েছো।’
Hahahaha....thank you for the wishes @hardikpandya7 my batting skills can never be as good as yours but the birthday was as good as the next delivery you faced from me in this match 😉 https://t.co/anhQdrUBN7
— zaheer khan (@ImZaheer) October 8, 2019
পাল্টা জাহির লেখেন, ‘শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আমার ব্যাটিং দক্ষতা কোনওদিনই তোমার মতো ভাল না। তবে এই ম্যাচে তোমাকে আমার পরের বলটা যেমন ছিল, জন্মদিন সেভাবেই কেটেছে।’
সেই ম্যাচে জাহিরের যে বলে ছক্কা মেরেছিলেন হার্দিক, ঠিক পরের বলেই তিনি বোল্ড হয়ে যান। সে কথা মনে করিয়ে দিয়েই তাঁর কটাক্ষের জবাব দেন জাহির।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement