এক্সপ্লোর
Advertisement
১৯৭৮ সালে শাকিবের মতোই আম্পায়ারদের সিদ্ধান্তে ক্ষোভপ্রকাশ করে ব্যাটসম্যানদের মাঠ ছাড়তে বলেছিলেন বিষেণ সিংহ বেদী
নয়াদিল্লি: ত্রিদেশীয় টি-২০ সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে আম্পায়ারদের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ব্যাটসম্যানদের মাঠের বাইরে চলে আসার ইঙ্গিত করেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। তাঁর এই আচরণের সমালোচনা হচ্ছে ক্রিকেটদুনিয়া জুড়ে। শাকিবের ম্যাচ ফি-র ২৫ শতাংশ অর্থ জরিমানাও হয়েছে। তবে আম্পায়ারদের সিদ্ধান্তে ক্ষোভপ্রকাশ করে ব্যাটসম্যানদের মাঠের বাইরে ডাকার ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথমবার নয়। ৪০ বছর আগে পাকিস্তান সফরে একদিনের ম্যাচে আম্পায়ারদের সিদ্ধান্তের প্রতিবাদে দুই ব্যাটসম্যানকে মাঠের বাইরে ডেকে নিয়েছিলেন ভারতের তৎকালীন অধিনায়ক বিষেণ সিংহ বেদী।
১৯৭৮ সালে পাকিস্তানে তিনটি টেস্ট এবং তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে যায় ভারতীয় দল। বেদীরা ২-০ ফলে টেস্ট সিরিজ এবং ২-১ ফলে একদিনের সিরিজে হেরে যান। শেষ একদিনের ম্যাচে আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে ব্যাপক গোলমাল হয়।
এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪০ ওভারে ৭ উইকেটে ২০৫ রান করে পাকিস্তান। জবাবে ৩৭.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮৩ রান তুলে ফেলে ভারতীয় দল। সেই সময় রান আটকানোর জন্য পাকিস্তানের পেসার সরফরাজ নওয়াজ ক্রমাগত বাউন্সার দিয়ে যাচ্ছিলেন। ভারতীয় ইনিংসের ৩৮-তম ওভারে সরফরাজের চারটি বল অনেক বাইরে ছিল। কিন্তু আম্পায়াররা একটি বলও ওয়াইড দেননি। একের পর এক বাউন্সার দেওয়া সত্ত্বেও সরফরাজকে সতর্ক করেননি আম্পায়াররা। জয়ের জন্য তখন ভারতীয় দলের ১৪ বলে ২৩ রান দরকার ছিল। ক্রিজে ছিলেন অংশুমান গায়কোয়াড় (৭৮) ও গুন্ডাপ্পা বিশ্বনাথ (৮)। আম্পায়ারদের সিদ্ধান্তের প্রতিবাদে তাঁদের মাঠের বাইরে চলে আসতে বলেন বেদী। এরপর আর ব্যাট করতে নামেনি ভারতীয় দল। ফলে পাকিস্তানকে জয়ী ঘোষণা করা হয়।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement