এক্সপ্লোর
ফরাসি ওপেন: মিক্সড ডাবলসের ফাইনালে রোহন বোপন্না-গ্যাব্রিয়েলা ডাবরওস্কি জুটি

প্যারিস: ফরাসি ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে রোহন বোপন্না। জুড়িদার গ্যাব্রিয়েলা ডাবরওস্কিকে সঙ্গে নিয়ে হারালেন তৃতীয় বাছাই জুটিকে। সেমিফাইনালে তৃতীয় বাছাই লাভাকোভা-রজার ভেসেলিনকে হারালেন ৭-৫, ৬-৩ সেটে। এই নিয়ে দ্বিতীয়বার কোনও গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে পৌঁছলেন তিনি। ২০১০-এ পাকিস্তানের আয়সাম কুরেশিকে সঙ্গে নিয়ে ইউএস ওপেনের ডাবলসের ফাইনালে উঠেছিলেন তিনি। কিন্তু ফাইনালে ব্রায়ান ব্রাদার্সের কাছে হেরে যান তাঁরা
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















