এক্সপ্লোর
Advertisement
আমরা দু’জনেই আবেগে ভেসে যাই, ক্যাচ ধরার পর বিরাটের উত্তেজক অঙ্গভঙ্গি প্রসঙ্গে বলছেন অশ্বিন
ক্যাচ ধরে উচ্ছ্বাস প্রকাশ করেন বিরাট। মাঠ থেকে বেরিয়ে গিয়ে ডাগআউটে গ্লাভস ছুঁড়ে ফেলে অশ্বিনও রাগ দেখান।
বেঙ্গালুরু: গতকালের ম্যাচে বাউন্ডারি লাইনে তাঁর ক্যাচ নেওয়ার পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলির উত্তেজক অঙ্গভঙ্গি নিয়ে বিশেষ আপত্তির কিছু দেখছেন না কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। ম্যাচের পর তিনি বলেছেন, ‘আমি আর বিরাট দু’জনেই খেলার সময় আবেগে ভেসে যাই। এছাড়া বিষয়টা আর কিছু না।’
গতকালের ম্যাচে জয়ের জন্য শেষ ওভারে ২৭ রান দরকার ছিল পঞ্জাবের। উমেশ যাদবের প্রথম বলে ছক্কা মেরে শুরুটা দুর্দান্ত করেন অশ্বিন। কিন্তু পরের বলেই তিনি আউট হয়ে যান। ক্যাচ ধরে আগ্রাসী মেজাজ দেখান বিরাট। মাঠ থেকে বেরিয়ে গিয়ে ডাগআউটে গ্লাভস ছুঁড়ে ফেলে অশ্বিনও রাগ দেখান। তবে ম্যাচের পর বিষয়টিকে হাল্কা করে দেখানোর চেষ্টা করেন পঞ্জাবের অধিনায়ক।
M42: RCB vs KXIP – Ravichandran Ashwin Wicket https://t.co/7oV9lO9udQ
— PRINCE SINGH (@PRINCE3758458) April 25, 2019
এই ম্যাচে হারের বিষয়ে অশ্বিন বলেছেন, ‘তিন ওভারে ৬০ রান করে আমরা জিততে পারতাম। সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে এটা আশা করাই যায়। কিন্তু আমরা যেভাবে চেয়েছিলাম, ম্যাচটা সেভাবে হয়নি। গোটা প্রতিযোগিতাতেই আমাদের সঙ্গে এটা হয়েছে। যখন গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা ভাল খেলতে পেরেছি, সেই ম্যাচ জিতেছি। আর যে ম্যাচে গুরুত্বপূর্ণ মুহূর্তে ভাল খেলতে পারিনি, সেই ম্যাচ হেরে গিয়েছি। ২০০ রান তাড়া করে জিততে গেলে অন্তত একজন ব্যাটসম্যানকে ৭০-৮০ রান করতে হয়। আমরা সেটা করতে পারিনি। ১০ ওভারে আমাদের ১০৫ রান ছিল। মাঝের ওভারগুলিতে আরসিবি-র মতোই আমরাও ছন্দ হারিয়ে ফেলি। নিকোলাস পুরান দারুণ খেলে আমাদের ম্যাচে ফিরিয়ে আনে। চার ওভারে ৪৫-৪৬ রান দরকার ছিল আমাদের। সেখান থেকে এই মাঠে ম্যাচ জিততে না পারা হতাশাজনক।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement