এক্সপ্লোর
বোলারদের দাপটে গুজরাতের বিরুদ্ধে ২৬ রানে জয় পঞ্জাবের

রাজকোট: লিগ টেবলে সবার নীচে থাকা গুজরাত লায়ন্সকে ২৬ রানে হারিয়ে এবারের আইপিএল-এ দ্বিতীয় জয় পেল কিংস ইলেভেন পঞ্জাব। ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররাও দলের জয়ে অবদান রাখলেন। ব্যাট হাতে আজও ভাল পারফরম্যান্স দেখালেন হাশিম আমলা। সন্দীপ শর্মা, কেসি কারিয়াপ্পা, অক্ষর পটেলরা বল হাতে ভাল পারফরম্যান্স দেখালেন। তারই ফলে জয় পেল পঞ্জাব। আজ টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাতের অধিনায়ক সুরেশ রায়না। আমলার ৬৫, শন মার্শের ৩০, অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েলের ৩১ এবং অক্ষরের ৩৪ রানের সুবাদে ৭ উইকেটে ১৮৮ রান করে পঞ্জাব। জবাবে ৭ উইকেটে ১৬২ রান করে গুজরাত। দীনেশ কার্তিক ৫৮ রানে অপরাজিত থাকেন। রায়না করেন ৩২ রান।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















