এক্সপ্লোর
Advertisement
দেখুন: ‘বোলিং করবি, না বোলার বদল করতে হবে?’, কুলদীপকে মজাদার ভঙ্গিতে ধমক ক্যাপ্টেন কুলের
নয়াদিল্লি: প্রায় এক বছর আট মাস পর নেতৃত্বের ভার কাঁধে নিয়ে গতকাল এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। এই নিয়ে ২০০ টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিলেন ক্যাপ্টেন কুল। আসলে অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ালেও প্রতিটা ম্যাচেই উইকেটের পিছনে দাঁড়িয়ে বোলারদের চালনা করছেন ধোনি। গতকাল আফগানিস্তানের বিরুদ্ধে দলের পরিচালনার সম্পূর্ণ ভার ছিল ধোনির হাতেই। চায়নাম্যান কুলদীপ বোধহয় মুহূর্তের জন্য কথাটা ভুলে গিয়েছিলেন। আর তাঁকে ধোনি যেভাবে সামলালেন, তা দেখে যে কেউ-ই হেসে ফেলবে।
আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের বোলিংয়ের সময় ঘটনাটি ঘটে। অষ্টম ওভারে ধোনি কুলদীপের হাতে বল তুলে দেন। ওই সময় সংহারমূর্তি ধরেছিলেন আফগান ব্যাটসম্যান মহম্মদ শাহজাদ। প্রত্যেক বোলারকেই মারমুখী মেজাজে খেলছিলেন তিনি। প্রথম বল করার আগে কুলদীপ ফিল্ডিংয়ে বদল করতে বলেন। কিন্তু ধোনি তা অস্বীকার করেন। কিন্তু কুলদীপ নিজের দাবিতে জেদ করতে থাকেন। ধোনি এতে সাড়া না দিয়ে বরং মজাদার ভঙ্গিতে ধমক দিয়ে বললেন, ‘বোলিং করবি, না বোলার চেঞ্চ করতে হবে?’
এরপর আর কথা বাড়াননি কুলদীপ। বোলিং করতে শুরু করেন।
— Kabali of Cricket (@KabaliOf) September 25, 2018কুলদীপের সঙ্গে এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে সেই ঘটনার কথা জানিয়েছিলেন খোদ কুলদীপই। ২০১৭ সালের ঘটনায় ধোনি কীভাবে রেগে গিয়েছিলেন, সে কথা জানিয়েছেন কুলদীপ। অভিজ্ঞ ধোনি কীভাবে মাঠে তাঁর মতো তরুণ বোলারদের অভিভাবকের ভূমিকা নেন, তা জানিয়েছেন তিনি। ২০১৭-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচে কুলদীপ বোলিংয়ের সময় ফিল্ডিংয়ে বদল চাইছিলেন ধোনি। তিনি কভার থেকে ফিল্ডার সরিয়ে পয়েন্টে নিয়ে আসার কথা বলেন। কুলদীপ তখন ওই রদবদলে আপত্তি করেন। এতে রেগে গিয়ে ধোনি বলেন, ‘আমি কী পাগল, ৩০০ ওডিআই খেলেছি’। ধোনির কথামতো ফিল্ডিং সাজিয়ে শীঘ্রই এক ব্যাটসম্যানকে আউট করেন কুলদীপ। তখন কুলদীপের দিকে এগিয়ে এসে শান্ত গলায় ধোনি বলেন, ‘এই কথাটাই বলছিলাম’।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement