Pele Health Update: দুঃখিত এবং হতাশ! উদ্বেগ বাড়িয়ে লিখলেন কিংবদন্তি পেলের কন্যা
Pele News: ফুটবলের সম্রাট পেলে এখনও আশঙ্কাজনক। হাসপাতালে শয্যাশায়ী। তাঁর সঙ্গে প্রায় এক মাস হাসপাতালে কাটানোর পর পেলের এক কন্যা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। যা দেখে উদ্বেগ আরও বেড়ে গিয়েছে।
রিও দে জেনেইরো: দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি তিনি। মাঝে মধ্যেই শোনা যাচ্ছে নানারকম খবর। তাঁর মৃত্যু নিয়ে গুজবও ছড়িয়েছে। তবু ভক্তরা প্রার্থনা করে গিয়েছেন যে, বড়দিনে অন্তত ভাল কিছু খবর আসুক।
কিন্তু ফুটবলের সম্রাট পেলে (Pele) এখনও আশঙ্কাজনক। হাসপাতালে শয্যাশায়ী। তাঁর সঙ্গে প্রায় এক মাস হাসপাতালে কাটানোর পর পেলের এক কন্যা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। যা দেখে উদ্বেগ আরও বেড়ে গিয়েছে।
পেলের কন্যা কেলি নাচিমেন্তো লিখেছেন, তিনি ও তাঁর পরিবার 'দুঃখিত আর হতাশ'। যা জানাজানি হতেই নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ফুটবলপ্রেমীদের মনে। ৮২ বছরের কিংবদন্তি সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি। চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থায় উন্নতির কোনও ইঙ্গিত দেননি। বরং সূত্রের খবর, চিকিৎসায় ঠিকমতো সাড়াই দিচ্ছেন না পেলে। কয়েকদিন আগে তাঁর কন্যা জানিয়েছিলেন যে, তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন তারকা কিডনির সমস্যায় ভুগছেন। বিশেষজ্ঞদের চিকিৎসাধীন। পাশাপাশি ক্যান্সার আক্রান্তও পেলে। রয়েছে হৃদযন্ত্রের সমস্যা। ২৯ নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেলে।
হাসপাতাল থেকে আনুষ্ঠানিকভাবে পেলের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে কিছু জানানো হয়নি। তবে উদ্বেগ বাড়ছে ভক্তদের।
মাঠে প্রতিপক্ষের রক্ষণভেদ করে গোল করায় তাঁর জুড়ি মেলা ভার। তবে লড়াইটা এখন প্রতিপক্ষের বিরুদ্ধে নয়, ব্রাজিল কিংবদন্তি পেলের (Pele) বর্তমান লড়াইটা ক্যান্সারের বিরুদ্ধে। গত নভেম্বর মাস থেকেই ব্রাজিলের অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি তিন বারের বিশ্বজয়ী ব্রাজিলিয়ান। উদ্বেগ ছিলই, সেই মতোই পেলেকে এ বছরের বড়দিনটাও হাসপাতালেই কাটাতে হয়েছে। বড়দিনের প্রাক্কালে বাবাকে জড়িয়ে এক ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছিলেন পেলে-কন্যা।
গত বুধবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয় পেলের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। ক্যান্সারের চিকিৎসা তো চলছেই পাশাপাশি তাঁর মূত্রনালি ও হৃদযন্ত্রের চিকিৎসার জন্য তাঁকে আইসিইউতে রেখেই চিকিৎসা করা হবে। পেলের মেয়ে কেলিও জানিয়েছিলেন বড়দিনে তাঁরা পেলের সঙ্গে হাসপাতালেই সময় কাটিয়েছেন। বড়দিনের প্রাক্কালেও বাবাকে একেবারেই একা ছাড়েননি পেলে-কন্যা। তিনি শয্যাশায়ী পেলেকে জড়িয়ে ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন। সেই ছবির ক্যাপশনে লেখা ছিল, 'এই যুদ্ধে (ঈশ্বরের ওপর) বিশ্বাস রেখে তোমার পাশে রয়েছি। আরও একটি রাত এভাবেই একসঙ্গে কাটল।' ছবিতে পেলেকে জড়িয়ে ধরে তাঁর বুকের ওপরেই কেলিকে শুয়ে থাকতে দেখা গিয়েছিল।
আরও পড়ুন: বিশ্বের প্রথম পাঁচের মধ্যে নিজেকে দেখলে ভাল লাগে, বলছেন নতুন নাইট লিটন