এক্সপ্লোর
Advertisement
ব্রাজিলের নতুন কোচ টিটে
সাও পাওলো: টিম ব্রাজিলের ব্যাটন-বদল৷ কোপা আমেরিকায় ভরাডুবির পর টিম সেলেকাওয়ের দায়িত্ব দুঙ্গার থেকে টিটের হাতে৷ যদিও, রিও অলিম্পিকে ব্রাজিলের দায়িত্ব থাকবে অনূর্ধ্ব-২০ দলের কোচ মিকেলের হাতে৷ জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন৷
ব্রাজিল বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হারের লজ্জা৷ তারপর, কোপায় পেরুর কাছে বিতর্কিত গোলে হেরে গ্রুপ লিগ থেকেই বিদায়৷ তারপরই, ব্রাজিলের কোচিং স্টাফেদের রদবদল৷ দুঙ্গা থেকে টিটে৷
পুরো নাম অ্যাডেনর লিওনার্দো বাক্কি৷ দীর্ঘদিন করিন্থিয়ান্সের কোচিং করেছেন৷ এছাড়াও গ্রেমিও, অ্যাটলেটিকো মিনেইরো, পালমেইরাসের মতো ব্রাজিলিয়ান ক্লাবের কোচিং করিয়েছেন তিনি৷ তাঁর কোচিংয়েই ২০১১ ও ২০১৫-তে ব্রাজিলিয়ান লিগ জেতে করিন্থিয়ান্স৷ ২০১২-তে বাক্কির হাত ধরেই ২০১২-এ কোপা লিবার্তাদোরেস, ও বিশ্ব ক্লাব কাপ চ্যাম্পিয়ন হয় সাও পাওলোর ক্লাবটি৷
কিন্তু, টিমের কোচ-বদল দলের পারফরমেন্সে রদবদল আনতে পারবে কি না, তা নিয়ে শুরু হয়েছে তুমুল জল্পনা৷ যোগা বেনিতোর শিল্প কবে ফিরবে ফুটবলের স্বর্গে? ধ্বংসস্তূপ সরিয়ে ফের কবে উঠে দাঁড়াবে ব্রাজিল? অজস্র প্রশ্ন ভিড় করে আসছে ফুটবলবক্তদের মনে৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
ক্রিকেট
Advertisement