এশিয়া কাপ: ভাঙা কব্জি নিয়ে এক-হাতে ব্যাট করে প্রশংসা পেলেন তামিম
দুবাই: শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে সাহসিকতার জন্য ভূয়সী প্রশংসা পাচ্ছেন বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল।
শনিবার প্রতিযোগিতার প্রথম ম্যাচে ব্যাট করার সময় বাঁ হাতের কব্জিতে চোট পান তামিম। রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান প্যাভিলিয়নে। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে তাঁকে পরীক্ষা করে চিকিৎসকরা জানিয়ে দেন, কব্জির হাড়ে চিড় ধরেছে। চলতি প্রতিযোগিতায় আর খেলতে পারবেন না তিনি।
কিন্তু, তামিম হাল ছেড়ে দেননি। ফিরে আসেন মাঠে। ড্রেসিং রুমে জানিয়ে দেন, তিনি ফের ব্যাট হাতে নামবেন। যেমন ভাবা তেমন কাজ। নবম উইকেট পড়ার পর দুরন্ত ব্যাট করতে থাকা মুশফিকুরকে সঙ্গ দিতে ভাঙা কব্জি নিয়ে এক হাতে ব্যাটিং করেন তিনি। শুধু তাই নয়। দুজনে মিলে ৩২ রান যোগ করেন। যার জেরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬১ রান করে বাংলাদেশ। যা দলের জয়ে বড় ভূমিকা নেয়।
তামিমের এই সিদ্ধান্ত দল ও প্রতিপক্ষ অধিনায়কের প্রশংসা কুড়িয়েছে। মাশরাফি মর্তুজা বলেন, ও (তামিম) যদি ব্যাট না করতে চাইত, কেউ জোর করত না। কিন্তু, ওকে সাধুবাদ দিতেই হবে। লঙ্কা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ বলেন, তামিম সাহসের পরিচয় দিয়েছে। এমনকী, সোশ্যাল মিডিয়াতেও তামিমের এই বাহাদুরি প্রচুর প্রশংসা আদায় করেছে।