2022 World Cup: ব্রুনোর জোড়া গোল, উত্তর ম্যাসিডোনিয়াকে হারিয়ে কাতার বিশ্বকাপের মূলপর্বে রোনাল্ডোরা
2022 World Cup: উত্তর ম্যাসিডোনিয়ার (North Macedonia) বিরুদ্ধে ২-০ গোলে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল পর্তুগাল। গোল না পেলেও একটি গোলে অ্যাসিস্ট করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
পোর্তো: রোনাল্ডো প্রেমীদের জন্য সুখবর। আসন্ন কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল পর্তুগাল (Portugal)। উত্তর ম্যাসিডোনিয়ার (North Macedonia) বিরুদ্ধে ২-০ গোলে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল পর্তুগাল। গোল না পেলেও একটি গোলে অ্যাসিস্ট করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই উত্তর ম্যাসিডোনিয়ার বিরুদ্ধেই হেরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে ইতালি।
পোর্তোয় ঘরের মাঠে, চেনা সমর্থকের সামনে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করেছিল পর্তুগাল। খেলার শুরুতেই একবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সামনে সুযোগ চলে এসেছিল গোল করার। শুধুমাত্র গোলরক্ষককে সামনে পেয়েও জালে বল জড়াতে পারেননি তিনি। কিন্তু প্রথমার্ধে ৩২ মিনিটের মাথায় ব্রুনো ফার্নান্ডেজের গোলে এগিয়ে যায় পর্তুগাল। আর সেই গোলে অ্যাসিস্ট করেছিলেন রোনাল্ডো।
রোনাল্ডোর সঙ্গে ২ টো পাস খেলে সেখান থেকে ডান পায়ের শটে পোস্টের কোণ দিয়ে বুলেটের শটে বল জালে জড়ান ব্রুনো। এরপর আর প্রথমার্ধে কোনও গোল পায়নি কোনও দল। ম্যাচের দ্বিতীয় গোলটি হয় খেলার দ্বিতীয়ার্ধে। সেই গোলও ব্রুনো ফার্নান্ডেজের। ৬৫ মিনিটের মাথায় দিয়েগো জটার বাড়নো পাস থেকে জোড়ালো ভলিতে ম্যাচের ও নিজের দ্বিতীয় গোলটি করেন ব্রুনো। একই সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাতার বিশ্বকাপ খেলা নিশ্চিত করেন তিনি।