BWF World Championships 2021: বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুরন্ত কামব্যাক প্রণয়ের, ডাবলসে হার ভারতের
BWF World Championships 2021: বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে (BWF World Championships ) হংকংয়ের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জয় পেলেন প্রণয়। খেলার ফল প্রণয়ের পক্ষে ১৩-২১, ২১-১৮, ২১-১৯।
মাদ্রিদ: প্রথম সেটে হেরে গিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় সেটে দুরন্ত কামব্যাক করলেন এইচ এস প্রণয় (HS Pannoy)। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে (BWF World Championships ) হংকংয়ের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জয় পেলেন প্রণয়। খেলার ফল প্রণয়ের পক্ষে ১৩-২১, ২১-১৮, ২১-১৯। প্রথম সেটে হেরে গেলেও পরের ২ সেট জিতে ম্যাচও পকেটে পুুরে নেন প্রণয়। প্রায় ১ ঘণ্টা ১১ মিনিটের লড়াই শেষে শেষ হাসি হাসেন প্রণয়। টু্র্নামেন্টের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করায় আত্মবিশ্বাস পাবেন প্রণয়।
তবে মিক্সড ডাবলসে ম্যাচ হেরে যেতে হল ভারতকে। ডেনমার্কের বিরুদ্ধে হারতে হল ভারতীয় জুটি বেঙ্কট গৌরব প্রসাদ ও জুহি দেবাঙ্গনকে। ম্যাচে ২১-৮, ২১-৪ ব্যবধানে হারতে হয় ভারতীয় জুটিকে। ২১ মিনিটের লড়াই শেষে জয় পায় ডেনমার্ক।
ডাবলসেও হারতে হয় ভারতকে। ভারতের অরুণ জর্জ ও সন্য়ম শুক্ল জুটি হেরে যান চিনা জুটির বিরুদ্ধে। ২১-১৫, ২১-১৪ ব্যবধানে জয় পান চিনা জুটি। ৩২ মিনিটের লড়াই শেষে জয় হাসিল করে নেয় চিনা প্রতিদ্বন্দ্বীরা।
এর আগে কিদম্বী শ্রীকান্ত টুর্নামেন্টে জয় দিয়ে তাঁর অভিযান শুরু করলেও সাই প্রণীথকে হারের মুখ দেখতে হয়েছিল। শ্রীকান্ত স্ট্রেট সেটে জয় পেয়েছিলেন স্পেনের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে। খেলার ফল ছিল ভারতীয় শাটলারের পক্ষে ২১-১২, ২১-১৬। অন্যদিকে প্রণীথ প্রথম সেটে জয় পেলেও পরের ২ সেটে হেরে যান। খেলার ফল প্রণীথের বিপক্ষে ২১-১৭, ৭-২১, ১৮-২১।
উল্লেখ্য, ভিসা সমস্যায় শ্রীকান্তরা এবার কোচ ছাড়াই কোর্টে নামছেন। কারণ তাঁদের কোচরা পৌঁছোতেই পারেননি স্পেনে। ভিসা সমস্যার মুখে পড়তে হয়েছে তাঁদের। পুল্লেলা গোপীচাঁদ সরে দাঁড়ানোয় কোচ হিসেবে যাওয়ার কথা ছিল মহম্মদ সিয়াদত্ উল্লাহর। কিন্তু তিনি ভিসাই পাননি। সর্বভারতীয় ব্যাডমিন্টন সংস্থা কোচেদের ভিসা পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট উদ্যোগ না নেওয়ায় এই সমস্যা হয়েছে।