BWF World Championships: বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সেমিতে আজ শ্রীকান্ত-লক্ষ্য দ্বৈরথ, কখন দেখবেন?
BWF World Championships: বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের (world badminton championship) সেমিফাইনালে (semifinal) পৌঁছে গিয়েছেন তিনি। অন্যদিকে আরেক ভারতীয় লক্ষ্য সেনও সেমিতে পৌঁছেছেন।
মাদ্রিদ: পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছে পদক নিশ্চিত করে ফেলেছেন কিদম্বি শ্রীকান্ত (kidambi srikant)। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের (world badminton championship) সেমিফাইনালে (semifinal) পৌঁছে গিয়েছেন তিনি। অন্যদিকে আরেক ভারতীয় লক্ষ্য সেনও সেমিতে পৌঁছেছেন। এই প্রথমবার টুর্নামেন্টের ইতিহাসে ২ ভারতীয় সেমিতে মুখোমুখি হতে চলেছেন।
পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে শ্রীকান্তের প্রতিপক্ষ ছিলেন নেদারল্যান্ডসের মার্ক ক্যালজাউ। এই প্রথম তাঁর বিরুদ্ধে খেলতে নেমে শ্রীকান্ত সহজ জয় ছিনিয়ে নিলেন। জিতলেন ২১-৮, ২১-৭ ব্যবধানে। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আসরে প্রকাশ পাড়ুকোন ও বি সাই প্রণীথ ব্রোঞ্জ জিতেছিলেন এর আগে। এবার আরও একটি পদক নিশ্চিত আসতে চলেছে ভারতের ঝুলিতে।
অন্যদিকে, চিনের ঝাও জুন পেংকে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াইয়ে হারান লক্ষ্য সেন। তিনি জেতেন ২১-১৫, ১৫-২১, ২২-২০ ব্যবধানে। সেমিফাইনাল নিয়ে লক্ষ্য বলেন, ''শ্রীকান্তের বিরুদ্ধে বিগত তিন বছরে খেলিনি। ফলে সেটাও ভালো ম্যাচই হতে চলেছে। শ্রীকান্তও খুব ভালো খেলছেন। চলতি সপ্তাহে তাঁর প্রতিপক্ষদের শ্রীকান্ত দুই অঙ্কের পয়েন্টেও পৌঁছাতে দেননি। আমিও নিজের খেলায় খুশি। দুজনেই আক্রমণাত্মক খেলতে ভালোবাসি। দেখা যাক আমাদের মধ্যে কে ফাইনালে উঠতে পারে। তবে ভারতের একজন ফাইনালে জায়গা নিশ্চিত করে ফেলেছে, এটাও খুব ভালো দিক। আমি সর্বশক্তি দিয়েই ঝাঁপাব।''
তবে এর আগে আশাভঙ্গ হয়েছে পিভি সিন্ধুর। বিশ্বচ্যাম্পিয়নের খেতাব দখলে রাখতে ব্যর্থ হলেন পিভি সিন্ধু। বিডব্লুএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে হায়দরাবাদি শাটলারকে।
কবে হবে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল?
আজ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। মুখোমুখি ২ ভারতীয় কিদম্বী শ্রীকান্ত ও লক্ষ্য সেন।
কখন শুরু হবে ম্যাচ?
আজ ভারতীয় সময় দুপুর ২.৩০ থেকে শুরু হবে সেমিফাইনালের ম্যাচটি।
কোথায় দেখবেন ম্যাচটি?
স্টার স্পোর্টস নেটওয়ার্কে টেলিকাস্ট হবে ম্যাচটি। লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টারে।
আরও পড়ুন: ''ও কখনওই লোভী নয়'', বিরাট বিতর্কে মন্তব্য ছোটবেলার কোচ রাজকুমার শর্মার