CAB Lifetime Award: জীবনকৃতি পাবেন কে? তিন পুরস্কারের জন্য লড়াইয়ে বাংলার চার প্রাক্তন অধিনায়ক
CAB News: আজীবন স্বীকৃতি হিসাবে প্রাক্তন ক্রিকেটারদের এই সম্মান দেয় সিএবি। গত দু'বারের বকেয়া পুরস্কার ও এবারের মিলিয়ে মোট ৩ প্রাক্তন ক্রিকেটারকে জীবনকৃতি পুরস্কার দেওয়া হবে। কোন তিনজন পাবেন সম্মান?
কলকাতা: করোনার ধাক্কায় ক্রিকেটের পাশাপাশি থমকে গিয়েছিল ক্রিকেট নিয়ে যাবতীয় কর্মকাণ্ডও। যেমন সিএবি (CAB) গত দু'বছর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করতে পারেনি। এবার তা হচ্ছে। এবং হচ্ছে গত দু'বারের বকেয়া মিলিয়ে। ২৯ অক্টোবর সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিন বছরের পুরস্কার দেওয়া হবে। তবে অনুষ্ঠান কোথায় হবে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, নাকি রাজারহাটে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে, তা নিয়ে এখনও ধন্দে সিএবি কর্তারা। সিএবি-র বিদায়ী প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া এবিপি লাইভকে জানালেন, ২-১ দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে ঘিরে বাংলার ক্রিকেটপ্রেমীদের উৎসাহ তৈরি হয়েছে অন্য একটা কারণে। জীবনকৃতি পুরস্কার (Lifetime Achievement) কে পাবেন, তা নিয়ে চলছে জোর চর্চা।
আজীবন স্বীকৃতি হিসাবে প্রাক্তন ক্রিকেটারদের এই সম্মান দেয় সিএবি। গত দু'বারের বকেয়া পুরস্কার ও এবারের মিলিয়ে মোট তিনজন প্রাক্তন ক্রিকেটারকে জীবনকৃতি পুরস্কার দেওয়া হবে। কোন তিনজন পাবেন এই সম্মান?
সিএবি সূত্রে খবর, তিন পুরস্কারের জন্য দৌড়ে রয়েছে চার নাম। তাঁরা হলেন প্রণব রায়, অশোক মলহোত্র, সম্বরণ বন্দ্যোপাধ্যায় ও উদয়ভানু বন্দ্যোপাধ্যায়। চারজনই কোনও না কোনও সময় বাংলার অধিনায়ক ছিলেন। এদের মধ্যে সম্বরণ আবার বাংলার শেষ রঞ্জিজয়ী অধিনায়কও। সিএবি-র একাংশের মতে, দৌড়ে সামান্য হলেও পিছিয়ে সম্বরণ। কারণ, মাঝে শোনা যাচ্ছিল, তিনি নাকি সিএবি-র আসন্ন বার্ষিক সাধারণ সভায় বিরোধী শিবিরের অন্যতম মুখ হতে পারেন। যদিও শেষ পর্যন্ত এরকম কোনও পরিস্থিতি তৈরি হয়নি। তবে সিএবি-র অন্যতম এক শীর্ষকর্তা জানালেন, পুরস্কার প্রাপকদের ক্ষেত্রে এসব ব্যাপার কোনও প্রভাব ফেলবে না। ক্রিকেটের প্রতি অবদানের কথা মাথায় রেখেই পুরস্কার দেওয়া হবে।
সেই সঙ্গে তিন মহিলা ক্রিকেটারকেও জীবনকৃতি সম্মান দেওয়া হবে। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া ঝুলন গোস্বামী হয়তো এখনই এই সম্মান পাচ্ছেন না। সিনিয়র তিন প্রাক্তনকে বেছে নেওয়া হতে পারে। ঝুলনকে অবশ্য আলাদাভাবে সংবর্ধনা দেবে সিএবি। তাঁর ওপর রাখা হচ্ছে টক শো।
গতবারের রঞ্জিতে এক ম্যাচে হাফসেঞ্চুরির বন্যা বইয়ে দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে বিশ্বরেকর্ড করা বাংলা দলকে সংবর্ধনা দেওয়া হবে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে জাতীয় দলের হয়ে খেলে আসা বাংলার ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়া হবে। আজ, বৃহস্পতিবার, ২০ অক্টোবর সিএবি-র ফিনান্স কমিটির সভা। ২১ অক্টোবর অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক। ২৬ অক্টোবর রয়েছে স্পেশ্যাল জেনারেল মিটিং (SGM)। তার মধ্যেই জীবনকৃতি কারা পাবেন, চূড়ান্ত করে ফেলা হবে।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নিয়ে আশা দেখছেন না কপিল দেব?